ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রসেনজিতের বোনকে মৃত দেখিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা উধাও

  • পোস্ট হয়েছে : ১১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
  • 40

বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন পল্লবী চট্টোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৯ লাখ ১৭ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ ৯৪ হাজার টাকার বেশি)। উধাও হয়ে গেছে। পল্লবী চট্টোপাধ্যায় মারা গেছেন- এমন দাবি করে তার পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) অ্যাকাউন্ট থেকে এই টাকা তুলে নেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্য়মকে পল্লবী জানিয়েছেন, শরৎ বোস রোডের অ্যাক্সিস ব্যাংকে তার একটি পিপিএফ ফান্ড ছিল। বহু বছর ধরেই সেখানে টাকা সঞ্চয় করতেন পল্লবী। হঠাৎ ব্যাংক থেকে জানানো হয় তার ওই অ্য়াকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে। এমনকি তার প্রভিডেন্ট ফান্ডের সব গচ্ছিত অর্থও উধাও!

বিস্ময় প্রকাশ করে পল্লবী চ্যাটার্জি বলেন, ‘আমি জানতে চেয়েছি ব্যাংকের কাছে যদি মৃত হই, তা হলে তো আমার মৃত্যুর সার্টিফিকেট দেখাতে হবে। সেটা কোথায়? সদুত্তর পাইনি। আসলে এটা বড় একটা জালিয়াতি চক্র চলছে। কেন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত একটা ব্যবস্থায় এত বড় জালিয়াতি! আজ আমার সঙ্গে হয়েছে, হয়তো আরো অনেকের সঙ্গেই হচ্ছে, আমরা জানতে পারছি না। আমি এই ঘটনায় আমাদের দিদির (মমতা ব্যানার্জি) কাছে যেতেই পারতাম! এমন একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রিত ব্যবস্থায় এরকম প্রতারণায় আমি বিস্মিত।’

এ ঘটনার পর কড়েয়া থানায় এফআইআর দায়ের করেছেন পল্লবী। তবে ব্যাংক কর্তৃপক্ষ পল্লবীকে জানিয়েছে, আগামী ১৬-১৭ এপ্রিলের মধ্যে খোয়া যাওয়া অর্থ ফেরত দেওয়া হবে। তবে অর্থ আদৌ পাবেন কি না, তা নিয়ে সন্দিহান এই অভিনেত্রী।

বিজনেস আওয়ার/২এপ্রিল, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

প্রসেনজিতের বোনকে মৃত দেখিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা উধাও

পোস্ট হয়েছে : ১১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩

বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন পল্লবী চট্টোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৯ লাখ ১৭ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ ৯৪ হাজার টাকার বেশি)। উধাও হয়ে গেছে। পল্লবী চট্টোপাধ্যায় মারা গেছেন- এমন দাবি করে তার পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) অ্যাকাউন্ট থেকে এই টাকা তুলে নেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্য়মকে পল্লবী জানিয়েছেন, শরৎ বোস রোডের অ্যাক্সিস ব্যাংকে তার একটি পিপিএফ ফান্ড ছিল। বহু বছর ধরেই সেখানে টাকা সঞ্চয় করতেন পল্লবী। হঠাৎ ব্যাংক থেকে জানানো হয় তার ওই অ্য়াকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে। এমনকি তার প্রভিডেন্ট ফান্ডের সব গচ্ছিত অর্থও উধাও!

বিস্ময় প্রকাশ করে পল্লবী চ্যাটার্জি বলেন, ‘আমি জানতে চেয়েছি ব্যাংকের কাছে যদি মৃত হই, তা হলে তো আমার মৃত্যুর সার্টিফিকেট দেখাতে হবে। সেটা কোথায়? সদুত্তর পাইনি। আসলে এটা বড় একটা জালিয়াতি চক্র চলছে। কেন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত একটা ব্যবস্থায় এত বড় জালিয়াতি! আজ আমার সঙ্গে হয়েছে, হয়তো আরো অনেকের সঙ্গেই হচ্ছে, আমরা জানতে পারছি না। আমি এই ঘটনায় আমাদের দিদির (মমতা ব্যানার্জি) কাছে যেতেই পারতাম! এমন একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রিত ব্যবস্থায় এরকম প্রতারণায় আমি বিস্মিত।’

এ ঘটনার পর কড়েয়া থানায় এফআইআর দায়ের করেছেন পল্লবী। তবে ব্যাংক কর্তৃপক্ষ পল্লবীকে জানিয়েছে, আগামী ১৬-১৭ এপ্রিলের মধ্যে খোয়া যাওয়া অর্থ ফেরত দেওয়া হবে। তবে অর্থ আদৌ পাবেন কি না, তা নিয়ে সন্দিহান এই অভিনেত্রী।

বিজনেস আওয়ার/২এপ্রিল, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: