ঢাকা , শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নির্মাণ শ্রমিকের মৃত্যু

  • পোস্ট হয়েছে : ০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
  • 66

বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজধানীর বাড্ডার আফতাব নগরে পাইলিংয়ের কাজ করার সময় মাথায় পাইপ পড়ে লালচান (৩০) নামে একে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর সাড়ে ১২টায় মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী কামরুল বলেন, আজ সকালে পাইলিংয়ের কাজ করার সময় একটি পাইপ তার মাথার ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, তার বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া থানার রুস্তাবলী গ্রামে। সে ওই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বিজনেস আওয়ার/২এপ্রিল, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নির্মাণ শ্রমিকের মৃত্যু

পোস্ট হয়েছে : ০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজধানীর বাড্ডার আফতাব নগরে পাইলিংয়ের কাজ করার সময় মাথায় পাইপ পড়ে লালচান (৩০) নামে একে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর সাড়ে ১২টায় মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী কামরুল বলেন, আজ সকালে পাইলিংয়ের কাজ করার সময় একটি পাইপ তার মাথার ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, তার বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া থানার রুস্তাবলী গ্রামে। সে ওই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বিজনেস আওয়ার/২এপ্রিল, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: