বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আগামীকাল (০৩ এপ্রিল) আবেদন গ্রহণ শুরু হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ ৩ এপ্রিল শুরু হয়ে চলবে ৯ এপ্রিল পর্যন্ত।
গত ২৫ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৫৩তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।
জানা গেছে, কোম্পানিটি প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যু করে শেয়ারবাজার থেকে ১৬ কোটি টাকা উত্তোলন করবে।
শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনযোগ্য অর্থ দিয়ে ফিক্সড ডিপোজিট, সরকারি সিকিউরিটিজ, শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং আইপিও ব্যয় নির্বাহ করবে।
কোম্পানিটির আইপিওর ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।
উল্লেখ্য, শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।
বিজনেস আওয়ার/০২ এপ্রিল, ২০২৩/পিএস