ঢাকা , শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সূচক বাড়লেও লেনদেন মন্দা

  • পোস্ট হয়েছে : ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
  • 37

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচক উত্থানের একই অবস্থা অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। দুই স্টকে বেড়েছে ক্রেতার চাপ। তবে উভয় স্টকে লেনদেন পরিমান কমেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, রবিবার ডিএসইতে ৫৩১ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৬৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৭ দশমিক ৭৯ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক দশমিক ৩৪ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৩ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২০৯ দশমিক ৭৭ পয়েন্টে এবং ১ হাজার ৩৫২ দশমিক ৮৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৩টি এবং কমেছে ৪৬টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৯৫টির। এদিন ডিএসইতে জেনেক্স ইনফোসিসের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন জেনেক্স ইনফোসিস ৩৬ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৩৩ কোটি ৫৮ লাখ টাকা, ইস্টার্ন হাউজিং ২৯ কোটি ৫৫ লাখ টাকা, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ২৭ কোটি ৩৬ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ২৪ কোটি ২৭ লাখ টাকা, আমরা নেটওয়ার্ক ২২ কোটি ৮৭ লাখ টাকা, ইউনিক হোটেল ২০ কোটি ২১ লাখ টাকা, আরডি ফুড ১৯ কোটি ৩১ লাখ টাকা, সী পার্ল বিচ ১৬ কোটি ২৪ লাক টাকা এবং এডিএন টেলিকম ১৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপরদিকে, অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রবিবার লেনদেন হয়েছে ৭ কোটি ৬ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস বৃহস্পতিবার ৯৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৩৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫২টি, কমেছে ১৯টি এবং পরিবর্তন হয়নি ৬৬টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৯ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩১৮ দশমিক ২৭ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ৯১ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১২ দশমিক ৯৯ পয়েন্ট, সিএসসিএক্স ১৮ দশমিক ৪৫ পয়েন্ট এবং সিএসআই ১ দশমিক ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৪ দশমিক ৩০ পয়েন্টে, ১৩ হাজার ৩৫৪ দশমিক ৮০ পয়েন্টে, ১০ হাজার ৯৮১ দশমিক শূন্য ৫ পয়েন্টে এবং ১ হাজার ১৫১ দশমিক ৩৯ পয়েন্টে।

এদিন সিএসইতে আরডি ফুডের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন আরডি ফুড ১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মা ৬৯ লাখ টাকা, শাইনপুকুর ৪৩ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস৩৯ লাখ টাকা, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ৩৩ লাখ টাকা, ইউনিক হোটেল ৩২ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ২৯ লাখ টাকা, উত্তরা ব্যাংক ২৮ লাখ টাকা, জেএমআই হসপিটাল ১৯ লাখ টাকা এবং ন্যাশনাল ব্যাংক ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আওয়ার/২ এপ্রিল, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সূচক বাড়লেও লেনদেন মন্দা

পোস্ট হয়েছে : ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচক উত্থানের একই অবস্থা অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। দুই স্টকে বেড়েছে ক্রেতার চাপ। তবে উভয় স্টকে লেনদেন পরিমান কমেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, রবিবার ডিএসইতে ৫৩১ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৬৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৭ দশমিক ৭৯ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক দশমিক ৩৪ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৩ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২০৯ দশমিক ৭৭ পয়েন্টে এবং ১ হাজার ৩৫২ দশমিক ৮৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৩টি এবং কমেছে ৪৬টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৯৫টির। এদিন ডিএসইতে জেনেক্স ইনফোসিসের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন জেনেক্স ইনফোসিস ৩৬ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৩৩ কোটি ৫৮ লাখ টাকা, ইস্টার্ন হাউজিং ২৯ কোটি ৫৫ লাখ টাকা, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ২৭ কোটি ৩৬ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ২৪ কোটি ২৭ লাখ টাকা, আমরা নেটওয়ার্ক ২২ কোটি ৮৭ লাখ টাকা, ইউনিক হোটেল ২০ কোটি ২১ লাখ টাকা, আরডি ফুড ১৯ কোটি ৩১ লাখ টাকা, সী পার্ল বিচ ১৬ কোটি ২৪ লাক টাকা এবং এডিএন টেলিকম ১৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপরদিকে, অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রবিবার লেনদেন হয়েছে ৭ কোটি ৬ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস বৃহস্পতিবার ৯৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৩৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫২টি, কমেছে ১৯টি এবং পরিবর্তন হয়নি ৬৬টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৯ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩১৮ দশমিক ২৭ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ৯১ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১২ দশমিক ৯৯ পয়েন্ট, সিএসসিএক্স ১৮ দশমিক ৪৫ পয়েন্ট এবং সিএসআই ১ দশমিক ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৪ দশমিক ৩০ পয়েন্টে, ১৩ হাজার ৩৫৪ দশমিক ৮০ পয়েন্টে, ১০ হাজার ৯৮১ দশমিক শূন্য ৫ পয়েন্টে এবং ১ হাজার ১৫১ দশমিক ৩৯ পয়েন্টে।

এদিন সিএসইতে আরডি ফুডের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন আরডি ফুড ১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মা ৬৯ লাখ টাকা, শাইনপুকুর ৪৩ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস৩৯ লাখ টাকা, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ৩৩ লাখ টাকা, ইউনিক হোটেল ৩২ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ২৯ লাখ টাকা, উত্তরা ব্যাংক ২৮ লাখ টাকা, জেএমআই হসপিটাল ১৯ লাখ টাকা এবং ন্যাশনাল ব্যাংক ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আওয়ার/২ এপ্রিল, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: