বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের লংকাবাংলা ফাইন্যান্স বোর্ড সভায় ঘোষিত লভ্যাংশ অনুমোদন হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদন হয়।
এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ এ. মঈন সভাটির সভাপতিত্ব করেন এবং সম্মানিত শেয়ারহোল্ডারদের এজিএম এ যোগদানের জন্য স্বাগত জানান।
এজিএমে বোর্ডের পরিচালক মাহবুব উল আনাম, এম. ফখরুল আলম, স্বতন্ত্র পরিচালক মিসেস জায়তুন সাইফ, আবদুল মালেক শমসের, খাজা শাহরিয়ার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং মোস্তফা কামাল এফসিএ, কোম্পানির সচিব অংশ নেন।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, খাজা শাহরিয়ার প্রতিষ্ঠানটির সার্বিক অবস্থা ও পারফরম্যান্স নিয়ে শেয়ারহোল্ডারদের প্রশ্নোত্তর প্রদান করেন।
বিজনেস আওয়ার/০৮ সেপ্টেম্বর, ২০২০/এস