ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পুরনো পর্বের নতুন সংকলনে আজকের ‘ইত্যাদি’

  • পোস্ট হয়েছে : ০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০
  • 90

বিনোদন ডেস্ক : গত ৩০ বছর ধরেই ঈদ উৎসব মানে বিটিভির ঐতিহ্যবাহী ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতা থাকছে এবারও। মঙ্গলবার (২৬ মে) রাত ৮টার সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ একযোগে প্রচার হচ্ছে এটি। নিশ্চিত করেছে বাংলাদেশ টেলিভিশন।

ঈদের ‘ইত্যাদি’ মানেই গ্যালারিজুড়ে উপচেপড়া মুখরিত দর্শকের উপস্থিতি। তুমুল করতালির মধ্য দিয়ে মঞ্চে এসে দাঁড়ান অনুষ্ঠানটির জনক হানিফ সংকেত। ঈদ আয়োজনকে ঘিরে তার কণ্ঠে চিরাচরিত সম্ভাষণ—‘ঈদ মোবারক’, যা শুনে উল্লাসে ফেটে পড়েন দর্শকরা।

তবে ‘ইত্যাদি’র ৩০ বছরের এই রীতিতে এবার ছেদ পড়ছে। কারণ, চলছে করোনাকাল। অদৃশ্য ভাইরাসের কারণে সবকিছুর মতো থমকে গেছে ‘ইত্যাদি’র প্রচলিত রীতিও। তাই, সব রকমের প্রস্তুতি নিয়েও দর্শকদের সুরক্ষা আর স্বাস্থ্যবিধি মেনে এবার আর স্টেডিয়ামে ডেকে ‘ইত্যাদি’র শুটিং করা হয়নি।

হানিফ সংকেত জানান, তবে প্রতি ঈদে যে ঐতিহ্যবাহী দৃশ্যের জন্য দর্শকরা অপেক্ষা করেন, তা থেকে নিরাশ হবেন না। কারণ, এবারের এই ব্যতিক্রমী অনুষ্ঠান সাজানো হয়েছে সম্পাদনার টেবিলে বসে। যেটি দেখতে বসলে প্রতিটি দর্শক স্মৃতিকাতর হবেন। ফিরে যাবেন পেছনের দিনগুলোতে।

জানা গেছে, ঈদ ‘ইত্যাদি’র পুরনো কয়েকটি পর্ব থেকে নতুন একটি সংকলন তৈরি করেছেন হানিফ সংকেত। যা অন্য যেকোনও নতুন পর্বের চেয়েও জমজমাট মনে হবে। এবারের পর্বের শুরুতে ও শেষে রয়েছে একটি বিশেষ চমক। এমনটাই জানালেন সংশ্লিষ্টরা।

বিজনেস আওয়ার/২৬ মে, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পুরনো পর্বের নতুন সংকলনে আজকের ‘ইত্যাদি’

পোস্ট হয়েছে : ০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০

বিনোদন ডেস্ক : গত ৩০ বছর ধরেই ঈদ উৎসব মানে বিটিভির ঐতিহ্যবাহী ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতা থাকছে এবারও। মঙ্গলবার (২৬ মে) রাত ৮টার সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ একযোগে প্রচার হচ্ছে এটি। নিশ্চিত করেছে বাংলাদেশ টেলিভিশন।

ঈদের ‘ইত্যাদি’ মানেই গ্যালারিজুড়ে উপচেপড়া মুখরিত দর্শকের উপস্থিতি। তুমুল করতালির মধ্য দিয়ে মঞ্চে এসে দাঁড়ান অনুষ্ঠানটির জনক হানিফ সংকেত। ঈদ আয়োজনকে ঘিরে তার কণ্ঠে চিরাচরিত সম্ভাষণ—‘ঈদ মোবারক’, যা শুনে উল্লাসে ফেটে পড়েন দর্শকরা।

তবে ‘ইত্যাদি’র ৩০ বছরের এই রীতিতে এবার ছেদ পড়ছে। কারণ, চলছে করোনাকাল। অদৃশ্য ভাইরাসের কারণে সবকিছুর মতো থমকে গেছে ‘ইত্যাদি’র প্রচলিত রীতিও। তাই, সব রকমের প্রস্তুতি নিয়েও দর্শকদের সুরক্ষা আর স্বাস্থ্যবিধি মেনে এবার আর স্টেডিয়ামে ডেকে ‘ইত্যাদি’র শুটিং করা হয়নি।

হানিফ সংকেত জানান, তবে প্রতি ঈদে যে ঐতিহ্যবাহী দৃশ্যের জন্য দর্শকরা অপেক্ষা করেন, তা থেকে নিরাশ হবেন না। কারণ, এবারের এই ব্যতিক্রমী অনুষ্ঠান সাজানো হয়েছে সম্পাদনার টেবিলে বসে। যেটি দেখতে বসলে প্রতিটি দর্শক স্মৃতিকাতর হবেন। ফিরে যাবেন পেছনের দিনগুলোতে।

জানা গেছে, ঈদ ‘ইত্যাদি’র পুরনো কয়েকটি পর্ব থেকে নতুন একটি সংকলন তৈরি করেছেন হানিফ সংকেত। যা অন্য যেকোনও নতুন পর্বের চেয়েও জমজমাট মনে হবে। এবারের পর্বের শুরুতে ও শেষে রয়েছে একটি বিশেষ চমক। এমনটাই জানালেন সংশ্লিষ্টরা।

বিজনেস আওয়ার/২৬ মে, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: