বিজনেস আওয়ার প্রতিবেদক: জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে।
রোববার (২ এপ্রিল) রাতে অভিনেত্রী নিজেই বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় বাসার গৃহকর্মী কনা বেগমকে (৪০) আসামি করে চুরির মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ৪।
সোমবার (৩ এপ্রিল) সকালে যোগাযোগ করা হলে মামলার বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার মো. রেজওয়ান বলেন, অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরির ঘটনায় থানায় একটি মামলা করেছেন। থানার এসআই হানিফ উদ্দিন মণ্ডল মামলাটি তদন্ত করছেন। আসামি কনা বেগমের বাড়ি ময়মনসিংহ হালুয়াঘাট। তাকে খোঁজা হচ্ছে।
এর আগে অভিনেত্রী মনিরা মিঠু নিজেই বাসায় চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বাসার ইফতারে পিয়াজুর সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে দেওয়া হয়। সেগুলো খেয়ে বাসার দুজন সদস্য অসুস্থ হয়ে পড়ে।আমি ও অভিনেত্রী শিরিন আলম সামান্য ইফতার মুখে দিয়ে নামাজ পড়ে আবার শুটিংয়ে যাই। এজন্য শারীরিকভাবে সামান্য অসুস্থ হই।
কিন্তু আমার ছোট ছেলে ও বড় ছেলের বউ ইফতার সম্পন্ন করার পর থেকে মারাত্মকভাবে অসুস্থ হয়। তাদের শারীরিক অবস্থা বেশি খারাপ দেখে রাত ১টার দিকে তাদের হাসপাতালে ভর্তি করাই।
মনিরা মিঠু আরও বলেন, দিনে আমি শুটিংয়ে যাই। বাসা ফাঁকা পেয়ে সুযোগ বুঝে নতুন বুয়া পরিকল্পিতভাবে বাসায় চুরি করে। আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালায়।
মনিরা মিঠু জানান, তার বাসায় আসল কাজের বুয়াকে তিনি নিজের সন্তানের মতো দেখেন। সে অন্তঃসত্ত্বা হওয়ায় ভারি কাজের জন্য নতুন বুয়া রেখেছিলেন। নতুন বুয়া পরিকল্পিতভাবে খাবারে কিছু মিশিয়ে আমাদের হাসপাতালে পাঠায়। এতে তার মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা খোয়া গেছে।
তবে এই কঠিন সময়েও মনোবল হারাচ্ছেন না তিনি। তার কথায়, ‘মেরুদণ্ড তো আমার একটাই। আল্লাহ তায়ালা সেই মেরুদণ্ডে অনেক শক্তি দিয়েছেন। আবার সব গড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমার ওপর সহায় হবেন, আল্লাহ ভরসা।’
উল্লেখ্য, প্রখ্যাত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘ওপেনটি বায়োস্কোপ’ নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করেন মনিরা মিঠু। এরপর দুই পর্দাতেই সমানতালে অভিনয় চালিয়ে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
বিজনেস আওয়ার/৩ এপ্রিল, ২০২৩/এএইচএ