ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক স্বামীর ছুরিকাঘাতে শিক্ষিকা গুরুতর আহত

  • পোস্ট হয়েছে : ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • 51

বিজনেস আওয়ার প্রতিবেদক: ঝালকাঠি শহরের সাধনার মোড় এলাকায় এক স্কুলশিক্ষিকাকে বুকে-পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছেন তার সাবেক স্বামী। ইতোমধ্যে আহত শিক্ষিকার সাবেক স্বামী মো. আতিকুর রহমানকে (৩৮) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৯টার দিকে জেলা শহরের সাধনার মোড় এলাকায় স্কুলে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আহত শিক্ষিকা রুনা বেগম শহরের শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।

সদর থানার ইনচার্জ (ওসি) মে. নাসির উদ্দিন সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে রুনা খানম রোনাল্ডস রোডের বাসা থেকে তার স্কুলে যাওয়ার পথে সাধনার মোড়ে শিক্ষিকার পথ রোধ করে পেটে ও বুকে ছুরিকাঘাত করেন আতিকুর। এ সময় রক্তাক্ত হয়ে রুনা মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়। তবে শিক্ষকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ দিকে ঘটনার সময় ওই স্থানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এটিএসআই শাখাওয়াত স্থানীয়দের সহযোগিতায় হাতে রক্তমাখা ছুরিসহ আতিকুর রহমানকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। শিক্ষিকার পরিবারের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ওসি মে. নাসির উদ্দিন সরকার আরও বলেন, আতিকুর রহমান ঝালকাঠি রোনাল্ডস রোডে শিশুসর্গ নামের একটি আর্ট স্কুল পরিচালনা করেন। আর আহত শিক্ষিকা শহরের রোনাল্ডস রোডে ভাড়া বাসায় থাকেন, তার গ্রামের বাড়ি সদর উপজেলার মুরাসাতা গ্রামে।

অভিযুক্ত আতিকের দাবী, রুনা খানম তার স্ত্রী ছিলেন। গত ২০২১ সালের ১৮ জুলাই তারিখ তাদের বিয়ে হয় এবং পারিবারিক কলহের কারণে পরের বছর ২০২২ সালের ১৫ জুন তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

বিজনেস আওয়ার/৪এপ্রিল, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সাবেক স্বামীর ছুরিকাঘাতে শিক্ষিকা গুরুতর আহত

পোস্ট হয়েছে : ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: ঝালকাঠি শহরের সাধনার মোড় এলাকায় এক স্কুলশিক্ষিকাকে বুকে-পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছেন তার সাবেক স্বামী। ইতোমধ্যে আহত শিক্ষিকার সাবেক স্বামী মো. আতিকুর রহমানকে (৩৮) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৯টার দিকে জেলা শহরের সাধনার মোড় এলাকায় স্কুলে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আহত শিক্ষিকা রুনা বেগম শহরের শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।

সদর থানার ইনচার্জ (ওসি) মে. নাসির উদ্দিন সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে রুনা খানম রোনাল্ডস রোডের বাসা থেকে তার স্কুলে যাওয়ার পথে সাধনার মোড়ে শিক্ষিকার পথ রোধ করে পেটে ও বুকে ছুরিকাঘাত করেন আতিকুর। এ সময় রক্তাক্ত হয়ে রুনা মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়। তবে শিক্ষকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ দিকে ঘটনার সময় ওই স্থানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এটিএসআই শাখাওয়াত স্থানীয়দের সহযোগিতায় হাতে রক্তমাখা ছুরিসহ আতিকুর রহমানকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। শিক্ষিকার পরিবারের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ওসি মে. নাসির উদ্দিন সরকার আরও বলেন, আতিকুর রহমান ঝালকাঠি রোনাল্ডস রোডে শিশুসর্গ নামের একটি আর্ট স্কুল পরিচালনা করেন। আর আহত শিক্ষিকা শহরের রোনাল্ডস রোডে ভাড়া বাসায় থাকেন, তার গ্রামের বাড়ি সদর উপজেলার মুরাসাতা গ্রামে।

অভিযুক্ত আতিকের দাবী, রুনা খানম তার স্ত্রী ছিলেন। গত ২০২১ সালের ১৮ জুলাই তারিখ তাদের বিয়ে হয় এবং পারিবারিক কলহের কারণে পরের বছর ২০২২ সালের ১৫ জুন তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

বিজনেস আওয়ার/৪এপ্রিল, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: