বিজনেস আওয়ার প্রতিবেদক:কক্সবাজারের টেকনাফে মাসুদ রানা ওরফে ইদ্রিস পাটোয়ারি (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্ত করার পর ওই যুবকের পেটে ৮ প্যাকেট ইয়াবা পাওয়া গেছে।
ওই যুবক রাজবাড়ী জেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর এলাকার মৃত মান্নান ব্যাপারীর ছেলে।
মঙ্গলবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আশিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার দুপুরে ৩০ বছর বয়সী এক যুবকের রক্তাক্ত মরদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে টেকনাফ থানা পুলিশ। পরে বিকেল ৩টার দিকে মরদেহটির ময়নাতদন্ত শেষ হয়।
ময়নাতদন্তে ওই যুবকের পেটের ভেতরে স্কচটেপ ও কনডম মোড়ানো অবস্থায় আট প্যাকেট ইয়াবা পাওয়া গেছে। এগুলোর মধ্যে ২/৩টি প্যাকেট গলে গেছে। ফলে কি পরিমাণ ইয়াবা ছিল তা সঠিকভাবে বলা যাচ্ছে না। ইয়াবার প্যাকেটগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পেটের ভেতর গিলে ফেলা ইয়াবার প্যাকেট ফেটে বিষক্রিয়ায় ওই যুবকের মৃত্যু হয়েছে। যুবকের অন্ত্র (পাকস্থলী থেকে পায়ু পর্যন্ত) ফেটে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করা হবে।
সোমবার (৩ এপ্রিল) রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের রুহুল্ল্যাডেবা নামক এলাকা থেকে মাসুদ রানা ওরফে ইদ্রিস পাটোয়ারি (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, এক যুবকের মরদেহ পড়ে থাকার খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় শান্তি দেবীর মালিকানাধীন মোহাম্মদ আজিজের ভাড়া বাসার রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের বরাতে ওসি আব্দুল হালিম বলেন, গত আড়াই বছর আগে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার মাঝেরপাড়ার অটো রিকশাচালক মোহাম্মদ আজিজ বাসাটি ভাড়া নেয়। তবে বাসায় আজিজ ছাড়া পরিবারের অন্য কেউ থাকতো না। আর মাসুদ রানা মাঝেমধ্যে বাসাটিতে আসা-যাওয়া করতেন।
ওসি হালিম আরও জানান, ঘটনার পর থেকে ভাড়াটিয়া মোহাম্মদ আজিজ পলাতক রয়েছে। রহস্য বের করতে জিজ্ঞাসাবাদের জন্য বাসাটির মালিকের ছেলে সুমন দেবকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এব্যাপারে নিহতের স্বজনদের লিখিত অভিযোগের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ওসি জানান।
বিজনেস আওয়ার/৫এপ্রিল, ২০২৩/এএইচএ