বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত পিপলস্ ইন্স্যুরেন্সের সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ জানিয়েছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
পিপলস্ ইন্স্যুরেন্স পর্ষদ সভা আগামী ১৩ এপ্রিল দুপুর ২টা ১০ মিনিটে শুরু হবে। সভায় কোম্পানিটির সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর, ২০২২ সাল) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশ্যে প্রকাশ করা হবে। ওইদিনে কোম্পানির বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষনা আসবে।
এছাড়া একই দিনে দুপুর ২টা ১০ মিনিটে কোম্পানিটির প্রথম তিন মাস বা প্রথম প্রান্তিক (জানুয়ারী-মার্চ, ২০২৩ সাল) পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ওইসময় কোম্পানির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পর্ষদ সদস্যরা তা অনুমোদন শেষে সবার উদ্দেশ্যে প্রকাশ করবে।
বিজনেস আওয়ার/৫ এপ্রিল, ২০২৩/এমএজেড