বিজনেস আওয়ার প্রতিবেদক: চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টা ১০ মিনিটে থানার বন্দরটিলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল হালিম। তিনি বলেন, টিসিবির পণ্যের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে কাজ চলমান আছে।
বিজনেস আওয়ার/৬এপ্রিল, ২০২৩/এস এম
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: