ঢাকা , শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

না ফেরার দেশে চলে গেলেন বিএসইসির কমিশনার শামসুদ্দিনের মা

  • পোস্ট হয়েছে : ০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
  • 41

বিজনেস আওয়ার প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদের মা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসভবনে বৃহস্পতিবার রাত ১২ টা ১৫ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম জানান, তাঁর (শেখ শামসুদ্দিন আহমেদের মা) জানাজার নামাজ বাদ জুম্মা মোহাম্মাদপুর ঈদগাঁহ গোরস্থান জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

এক শোক বার্তায় রেজাউল করিম জানান, তাঁর মৃত্যুতে বিএসইসির পরিবার গভীরভাবে শোকাহত। বিএসইসি পক্ষ হতে আমরা বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি। একই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করছি।

আরেক শোক বার্তায় ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদ আবু আলী জানান, শেখ শামসুদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে আমরা শোকাহত। সিএমজেএফ পরিবারের পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। একই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন পরিবারকে শোক সইবার শক্তি দান করেন।

বিজনেস আওয়ার/৭ এপ্রিল, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

না ফেরার দেশে চলে গেলেন বিএসইসির কমিশনার শামসুদ্দিনের মা

পোস্ট হয়েছে : ০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদের মা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসভবনে বৃহস্পতিবার রাত ১২ টা ১৫ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম জানান, তাঁর (শেখ শামসুদ্দিন আহমেদের মা) জানাজার নামাজ বাদ জুম্মা মোহাম্মাদপুর ঈদগাঁহ গোরস্থান জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

এক শোক বার্তায় রেজাউল করিম জানান, তাঁর মৃত্যুতে বিএসইসির পরিবার গভীরভাবে শোকাহত। বিএসইসি পক্ষ হতে আমরা বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি। একই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করছি।

আরেক শোক বার্তায় ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদ আবু আলী জানান, শেখ শামসুদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে আমরা শোকাহত। সিএমজেএফ পরিবারের পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। একই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন পরিবারকে শোক সইবার শক্তি দান করেন।

বিজনেস আওয়ার/৭ এপ্রিল, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: