ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

১০০ টাকা লিটার সয়াবিন তেল বিক্রির নামে প্রতারণা, যুবক গ্রেফতার

  • পোস্ট হয়েছে : ০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
  • 42

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজবাড়ীতে ১০০ টাকা লিটার দরে সয়াবিন তেল বলে বিক্রির নামে হলুদ মেশানো পানি দেওয়ায় মো. রাজু (৩০) নামের এক প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

শনিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের মল্লিকপাড়া থেকে তাকে গ্রামবাসী হাতে নাতে ধরে পুলিশে দেয়।

প্রতারক রাজু রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের রূপপুর গ্রামের জব্বার মোল্লার ছেলে।

পাঁচুরিয়া ইউনিয়নের জগতপুর গ্রামের বিউটি বেগম ও ছালেহা বেগম অভিযোগ করে বলেন, প্রতারক রাজু আমাদের এলাকায় ২৩ জন নারীর একটি গ্রুপ করে। সবাইকে নাকি সেলাই প্রশিক্ষণ দেবে। কদিন আগে রাজু বলে তাদের আতিক কোম্পানি লিমিটেড থেকে ১০০ টাকা লিটার দরে সয়াবিন তেল দেবে। একথা বলে আমাদের প্রত্যেকের কাছ থেকে ১০ লিটার তেল বাবদ ২ হাজার টাকা করে আদায় করে। তেল নিতে এসে দেখি আমাদের দিয়েছে হলুদ মেশানো পানি। আমারা রাজুর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আলিপুর ইউনিয়ন পরিষদের দফাদার মো.উজ্জল খান বলেন, গ্রামবাসী আমাদেরকে এই প্রতারকের আটকের খবর দিলে আমরা তাকে পরিষদে নিয়ে আসি। পরে আমাদের পরিষদের চেয়ারম্যান আবু বক্কার ছিদ্দিকের মাধ্যমে রাজবাড়ী সদর থানা পুলিশের কাছে তাকে তুলে দেওয়া হয়।

আলিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কার ছিদ্দিক জানান, রাজু দীর্ঘ দিন ধরে জেলার বিভিন্ন এলাকায় প্রতারণা করে আসছিলেন বলে জানা গেছে। আজ তাকে গ্রামবাসী হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে।

রাজবাড়ী সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, প্রতারণার অভিযোগে রাজু নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে প্রতিটি ৩০ লিটার মাপের ৮টি গ্যালন জব্দ করা হয়। যার ভেতরে হলুদ মেশানো পানি ছিল। এ ব্যপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজনেস আওয়ার/৯ এপ্রিল, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

১০০ টাকা লিটার সয়াবিন তেল বিক্রির নামে প্রতারণা, যুবক গ্রেফতার

পোস্ট হয়েছে : ০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজবাড়ীতে ১০০ টাকা লিটার দরে সয়াবিন তেল বলে বিক্রির নামে হলুদ মেশানো পানি দেওয়ায় মো. রাজু (৩০) নামের এক প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

শনিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের মল্লিকপাড়া থেকে তাকে গ্রামবাসী হাতে নাতে ধরে পুলিশে দেয়।

প্রতারক রাজু রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের রূপপুর গ্রামের জব্বার মোল্লার ছেলে।

পাঁচুরিয়া ইউনিয়নের জগতপুর গ্রামের বিউটি বেগম ও ছালেহা বেগম অভিযোগ করে বলেন, প্রতারক রাজু আমাদের এলাকায় ২৩ জন নারীর একটি গ্রুপ করে। সবাইকে নাকি সেলাই প্রশিক্ষণ দেবে। কদিন আগে রাজু বলে তাদের আতিক কোম্পানি লিমিটেড থেকে ১০০ টাকা লিটার দরে সয়াবিন তেল দেবে। একথা বলে আমাদের প্রত্যেকের কাছ থেকে ১০ লিটার তেল বাবদ ২ হাজার টাকা করে আদায় করে। তেল নিতে এসে দেখি আমাদের দিয়েছে হলুদ মেশানো পানি। আমারা রাজুর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আলিপুর ইউনিয়ন পরিষদের দফাদার মো.উজ্জল খান বলেন, গ্রামবাসী আমাদেরকে এই প্রতারকের আটকের খবর দিলে আমরা তাকে পরিষদে নিয়ে আসি। পরে আমাদের পরিষদের চেয়ারম্যান আবু বক্কার ছিদ্দিকের মাধ্যমে রাজবাড়ী সদর থানা পুলিশের কাছে তাকে তুলে দেওয়া হয়।

আলিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কার ছিদ্দিক জানান, রাজু দীর্ঘ দিন ধরে জেলার বিভিন্ন এলাকায় প্রতারণা করে আসছিলেন বলে জানা গেছে। আজ তাকে গ্রামবাসী হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে।

রাজবাড়ী সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, প্রতারণার অভিযোগে রাজু নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে প্রতিটি ৩০ লিটার মাপের ৮টি গ্যালন জব্দ করা হয়। যার ভেতরে হলুদ মেশানো পানি ছিল। এ ব্যপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজনেস আওয়ার/৯ এপ্রিল, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: