বিজনেস আওয়ার প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদের মা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসভবনে গত বৃহস্পতিবার রাত ১২ টা ১৫ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনীত রোগে ভোগছিলেন। গত শুক্রবার তাঁর (শেখ শামসুদ্দিন আহমেদের মা) জানাজার নামাজ বাদ জুম্মা মোহাম্মাদপুর ঈদগাঁহ গোরস্থান জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
এক শোক বার্তায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান জানান, বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
আরেক শোক বার্তায় ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদশ (ডিবিএ) জানায়, বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদের মাতা মিসেস সামিয়া আহমেদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা ডিবিএর পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছি।
বিজনেস আওয়ার/৯ এপ্রিল, ২০২৩/এমএজেড