বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত স্বল্প মূলধনী লিগ্যাসি ফুটওয়্যারের পরিশোধিত মূলধন বাড়াতে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার (১০ এপ্রিল) বিএসইসি এ বিষয়ে চিঠি দিয়েছে।
বিএসইসির সম্মতি অনুযায়ি, লিগ্যাসি ফুটওয়্যার ৩০ কোটি টাকার পরিশোধিত মূলধন বাড়াবে। এ জন্য কোম্পানিটি থেকে প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করা হবে। যা বিদ্যমান শেয়ারহোল্ডার এবং অন্যান্য শেয়ারহোল্ডারদের কাছে ইস্যু করা হবে।
বর্তমানে লিগ্যাসি ফুটওয়্যারের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৩ কোটি ৮ লাখ টাকা। যা বিএসইসির সম্মতি অনুযায়ি ৩০ কোটি বৃদ্ধি শেষে দাঁড়াবে ৪৩ কোটি ৮ লাখ টাকায়।
উল্লেখ্য, ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া লিগ্যাসি ফুটওয়্যারের বিদ্যমান ১৩ কোটি ৮ লাখ টাকার পরিশোধিত মূলধনের মধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৭০ শতাংশ। কোম্পানিটির সোমবার (১০ এপ্রিল) লেনদেন শেষে শেয়ার দর দাঁড়িয়েছে ৯৭.৭০ টাকায়।
বিজনেস আওয়ার/১০ এপ্রিল, ২০২৩/আরএ