বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচক উত্থানের একই অবস্থা অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। লেনদেন পরিমান ডিএসইতে কমলেও সিএসইতে বেড়েছে। কোম্পানিগুলোর শেয়ার দর পতনের তুলনায় উত্থান বেশি হয়েছে। শেয়ার ক্রয়ের চাপ বেড়েছে।
স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, বুধবার ডিএসইতে ৪১১ কোটি ৮ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৪২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২০৪ দশমিক ৮৭ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৪৫ দশমিক ৫৫ পয়েন্টে এবং ২ হাজার ১৯৯ দশমিক ১৪ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৫টি এবং কমেছে ৩৪টির। শেয়ার পরিবর্তন হয়নি ২০১টির। এদিন ডিএসইতে আমরা নেটওয়ার্কসের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন আমরা নেটওয়ার্ক ২৭ কোটি ৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন হাউজিং ২৪ কোটি ৭০ লাখ টাকা, জেমিনি সী ফুড ২০ কোটি ৪২ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ১৭ কোটি ৫৬ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১৬ কোটি ৬১ লাখ টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১৫ কোটি ৬৭ লাখ টাকা, এপেক্স ফুড ১৫ কোটি ৩৯ লাখ টাকা, সী পার্ল বিচ ১৩ কোটি ৭৪ লাখ টাকা, আরডি ফুড ১৩ কোটি ৪ লাখ টাকা এবং ইউনিক হোটেল ১১ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অপরদিকে, অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার লেনদেন হয়েছে ৭ কোটি ১৪ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস মঙ্গলবার ৬ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১২৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪০টি, কমেছে ২৩টি এবং পরিবর্তন হয়নি ৬০টির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৩ দশমিক শূন্য ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩০২ দশমিক ৪১ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ৪৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৫ দশমিক ৫১ পয়েন্ট, সিএসসিএক্স ১৩ দশমিক ১১ পয়েন্ট এবং সিএসআই সূচক ১ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৩ দশমিক ৫৮ পয়েন্টে, ১৩ হাজার ৩৯০ দশমিক ৬৪ পয়েন্টে, ১০ হাজার ৯৭০ দশমিক ৭১ পয়েন্টে এবং ১ হাজার ১৫০ দশমিক ১৭ পয়েন্টে।
এদিন সিএসইতে নাভানা ফার্মার শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন নাভানা ফার্মা ৯১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে আরডি ফুড ৮৩ লাখ টাকা, বেক্সিমকো ৭৮ লাখ টাকা, আমরা নেটওয়ার্কস ৬৬ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৩৭ লাখ টাকা, এডিএন টেলিকম ৩৩ লাখ টাকা, শাইনপুকুর ৩২ লাখ টাকা, রুপালী লাইফ ইন্স্যুরেন্স ২৮ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ২৩ লাখ টাকা এবং এসিআই ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/১২ এপ্রিল, ২০২৩/এমএজেড