বিজনেস আওয়ার প্রতিবেদক : বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে জাতি একজন জাতীয় বিবেককে হারালো। এ ক্ষতি পুষিয়ে নেওয়া দেশের জন্য একটি বড় ধাক্কা বলে মন্তব্য করেছে মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস।
শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থান বিষয়ক সংগঠনটির আহ্বায়ক ফারুক আহমাদ আরিফ ও যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট এনায়েতুল্লাহ কৌশিক বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন।
ওই বিবৃতিতে বলা হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরী পাকিস্তান আমল থেকে ন্যায়ের পক্ষে আন্দোলন শুরু করেন। পড়ালেখা চলাবস্থায় দেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। পরবর্তীতে আজীবন দেশের সাধারণ মানুষের দোরগোরায় চিকিৎসাসেবা নিয়ে যেতে কাজ করেছেন।
এছাড়া দেশের ক্রান্ত্রিলগ্ন থেকে উচ্চতরে নিতে প্রতি মুহূর্তে প্রচেষ্টা চালিয়ে গেছেন। ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটসের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতে উন্নত স্থানে উন্নীত করুন। একই সঙ্গে তার পরিবার-পরিজনকে এ শোক বইবার শক্তি দিন।
বিজনেস আওয়ার/১২ এপ্রিল, ২০২৩/এমএজেড