ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভয় নেই, আপনারা ঠকবেন না: অর্থমন্ত্রী

  • পোস্ট হয়েছে : ০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
  • 41

বিজনেস আওয়ার প্রতিবেদক :আসন্ন অর্থবছরের (২০২৩-২০২৪) বাজেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আপনারা (ব্যবসায়ীরা) ঠকবেন না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, এবারের বাজটে ব্যবসায়ীরা খুশী হবেন।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এফবিসিসিআই আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৩তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সারাবিশ্বে আজ অর্থনীতির মন্দা অবস্থা বিরাজমান জানিয়ে আ হ ম মুস্তফা কামাল বলেন, তার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে নিয়ে যাচ্ছে এ দেশের বেসরকারি খাত। বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান ৩৫তম স্থানে এসেছে। এর অংশীদার সবাই। উন্নয়নশীল দেশ ভারত, মালয়েশিয়ার কাতারে আজ আমরাও। সবাইকে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। বাংলাদেশের অগ্রগতিতে বিশ্বব্যাংক, আইএমএফ আজ প্রশংসা করছে বলে জানান অর্থমন্ত্রী।

এবারের বাজেটে সবাই খুশী হবে মন্তব্য করে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, উন্নত দেশে উন্নীত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। তবে এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি জরুরি বলে মন্তব্য করেন তিনি। বর্তমান বিশ্বায়নের যুগে উচ্চমূল্যের পণ্য উৎপাদন ও রফতানি বৃদ্ধির প্রচেষ্টা গ্রহণের আহ্বান জানান তিনি।

সভায় এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পন করেছে। বিশ্ববাসীর কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। সেইসঙ্গে আমরা ২০৪১ সালের মধ্যে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার কাঙ্খিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি।

আরও বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী বাজেটকে ঘিরে জনগণের ব্যাপক প্রত্যাশা থাকবে। সামগ্রিক বিষয়গুলি বিবেচনায় নিয়ে একটি জনমুখী ব্যবসা-বান্ধব বাজেট প্রণীত হবে বলে আমরা আশা করি। সভায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা তাদের বাজেট প্রস্তাবনা পেশ করেন।

বিজনেস আওয়ার/১৪ এপ্রিল, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভয় নেই, আপনারা ঠকবেন না: অর্থমন্ত্রী

পোস্ট হয়েছে : ০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক :আসন্ন অর্থবছরের (২০২৩-২০২৪) বাজেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আপনারা (ব্যবসায়ীরা) ঠকবেন না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, এবারের বাজটে ব্যবসায়ীরা খুশী হবেন।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এফবিসিসিআই আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৩তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সারাবিশ্বে আজ অর্থনীতির মন্দা অবস্থা বিরাজমান জানিয়ে আ হ ম মুস্তফা কামাল বলেন, তার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে নিয়ে যাচ্ছে এ দেশের বেসরকারি খাত। বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান ৩৫তম স্থানে এসেছে। এর অংশীদার সবাই। উন্নয়নশীল দেশ ভারত, মালয়েশিয়ার কাতারে আজ আমরাও। সবাইকে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। বাংলাদেশের অগ্রগতিতে বিশ্বব্যাংক, আইএমএফ আজ প্রশংসা করছে বলে জানান অর্থমন্ত্রী।

এবারের বাজেটে সবাই খুশী হবে মন্তব্য করে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, উন্নত দেশে উন্নীত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। তবে এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি জরুরি বলে মন্তব্য করেন তিনি। বর্তমান বিশ্বায়নের যুগে উচ্চমূল্যের পণ্য উৎপাদন ও রফতানি বৃদ্ধির প্রচেষ্টা গ্রহণের আহ্বান জানান তিনি।

সভায় এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পন করেছে। বিশ্ববাসীর কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। সেইসঙ্গে আমরা ২০৪১ সালের মধ্যে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার কাঙ্খিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি।

আরও বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী বাজেটকে ঘিরে জনগণের ব্যাপক প্রত্যাশা থাকবে। সামগ্রিক বিষয়গুলি বিবেচনায় নিয়ে একটি জনমুখী ব্যবসা-বান্ধব বাজেট প্রণীত হবে বলে আমরা আশা করি। সভায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা তাদের বাজেট প্রস্তাবনা পেশ করেন।

বিজনেস আওয়ার/১৪ এপ্রিল, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: