ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

‘বিএনপির নির্বাচনে অংশ নেওয়া রাজনীতির জন্য শুভ সংবাদ’

  • পোস্ট হয়েছে : ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
  • 59

বিজনেস আওয়ার প্রতিবেদক: সাম্প্রতিক সব নির্বাচনে বিএনপির অংশ নেওয়াকে রাজনীতির জন্য শুভ সংবাদ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, সংসদীয় রাজনীতিকে এগিয়ে নিতে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনে অংশগ্রহণের বিকল্প নেই। বিএনপির এ ইতিবাচক সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। দেশের রাজনীতি এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে শক্তিশালী বিরোধীদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের রাজনীতিতে তাদের এ অংশগ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে

তিনি বিএনপির এই ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচনের রাজনীতিতে তাদের এ অংশগ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সেই সাথে বিএনপিকে নেতিবাচক রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

ওবায়দুল কাদের বলেন, গত বছরের ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী চ্যানেলের কাজের উদ্বোধন করেন। আপনাদের আনন্দের সঙ্গে জানাতে চাই, এরই মধ্যে নদীর তলদেশ দিয়ে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ দুটি টিউবের মধ্যে একটির খনন ও রিং স্থাপন কাজ শেষ হয়েছে। আশা করছি, আরেকটি টিউবের খননের কাজ নভেম্বর মাসে শুরু করা যাবে।

ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন সেতু সচিব মো. বেলায়েত হোসেন, টানেলের প্রকল্প পরিচালক মো. হারুন অর রশিদ এবং সেতু বিভাগের প্রধান প্রকৌশলী মো. ফেরদৌসসহ অন্যান্যরা।

বিজনেস আওয়ার/০৯ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

‘বিএনপির নির্বাচনে অংশ নেওয়া রাজনীতির জন্য শুভ সংবাদ’

পোস্ট হয়েছে : ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক: সাম্প্রতিক সব নির্বাচনে বিএনপির অংশ নেওয়াকে রাজনীতির জন্য শুভ সংবাদ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, সংসদীয় রাজনীতিকে এগিয়ে নিতে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনে অংশগ্রহণের বিকল্প নেই। বিএনপির এ ইতিবাচক সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। দেশের রাজনীতি এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে শক্তিশালী বিরোধীদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের রাজনীতিতে তাদের এ অংশগ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে

তিনি বিএনপির এই ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচনের রাজনীতিতে তাদের এ অংশগ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সেই সাথে বিএনপিকে নেতিবাচক রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

ওবায়দুল কাদের বলেন, গত বছরের ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী চ্যানেলের কাজের উদ্বোধন করেন। আপনাদের আনন্দের সঙ্গে জানাতে চাই, এরই মধ্যে নদীর তলদেশ দিয়ে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ দুটি টিউবের মধ্যে একটির খনন ও রিং স্থাপন কাজ শেষ হয়েছে। আশা করছি, আরেকটি টিউবের খননের কাজ নভেম্বর মাসে শুরু করা যাবে।

ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন সেতু সচিব মো. বেলায়েত হোসেন, টানেলের প্রকল্প পরিচালক মো. হারুন অর রশিদ এবং সেতু বিভাগের প্রধান প্রকৌশলী মো. ফেরদৌসসহ অন্যান্যরা।

বিজনেস আওয়ার/০৯ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: