ঢাকা , শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

প্রধান সূচকসহ লেনদেন উত্থানে

  • পোস্ট হয়েছে : ০৪:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
  • 35

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার প্রধান সূচক (ডিএসইএক্স) উত্থানে লেনদেন শেষ হয়েছে। প্রধান সূচক (সিএএসপিআই) উত্থানের একই অবস্থা অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। লেনদেন পরিমান দুই স্টকে বেড়েছে। ডিএসইতে কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের তুলনায় পতন বেশি হয়েছে। আর সিএসইতে কোম্পানিগুলোর শেয়ার দরে পতনের তুলনায় উত্থান বেশি হয়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, রবিবার ডিএসইতে ৪৭২ কোটি ৯১ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪১৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক শূন্য ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৬ দশমিক ২৩ পয়েন্টে। ডিএসইএস সূচক দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৭ দশমিক ৬৯ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২ দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৯ দশমিক ৬৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫১টি এবং কমেছে ৫৬টির। শেয়ার পরিবর্তন হয়নি ২১০টির। এদিন ডিএসইতে জেমিনি সি ফুডের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন জেমিনি সি ফুডের ৩৩ কোটি ৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিক হোটেলের ৩০ কোটি ৩১ লাখ টাকা, আমরা নেটওয়ার্কসের ২৮ কোটি ৮৫ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ২৮ কোটি টাকা, ইস্টার্ন হাউজিংয়ের ২৪ কোটি ৩ লাখ টাকা, জেনেক্স ইনফোসিসের ১৯ কোটি ৬৪ লাখ টাকা, আরডি ফুডের ১৮ কোটি ৯ লাখ টাকা, সী পার্ল বিচের ১৫ কোটি ৫১ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৪ কোটি ৬১ লাখ টাকা এপেক্স ফুওয়্যারের ১৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপরদিকে, অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রবিবার লেনদেন হয়েছে ১২ কোটি ১১ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস বৃহস্পতিবার ৬ কোটি ৯১ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৩৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩২টি, কমেছে ২৪টি এবং পরিবর্তন হয়নি ৭৭টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৯ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৪১ পয়েন্টে। সিএসসিএক্স ৫ দশমিক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৯৯৩ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ০০৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১১ দশমিক ৪০ পয়েন্ট এবং সিএসআই সূচক দশমিক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৩ দশমিক ৮৩ পয়েন্টে, ১৩ হাজার ৪১৬ দশমিক ৭৫ পয়েন্টে এবং ১ হাজার ১৫১ দশমিক ২৯ পয়েন্টে।

এদিন সিএসইতে বাংলাদেশ সাবমেরিন কেবলসের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন বাংলাদেশ সাবমেরিন কেবলসের ৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংকের ১ কোটি ২০ লাখ টাকা, আমরা নেটওয়ার্কসের ৬৩ লাখ টাকা, আইবিবিএলপিবি বন্ডের ৬১ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪৮ লাখ টাকা, এডিএন টেলিকমের ৩৪ লাখ টাকা, সায়হাম কর্টনের ১৯ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৭ লাখ টাকা, রুপালী ইন্স্যুরেন্সের ১৭ লাখ টাকা এবং বসুন্ধরা পেপারের ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আওয়ার/১৬ এপ্রিল, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

প্রধান সূচকসহ লেনদেন উত্থানে

পোস্ট হয়েছে : ০৪:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার প্রধান সূচক (ডিএসইএক্স) উত্থানে লেনদেন শেষ হয়েছে। প্রধান সূচক (সিএএসপিআই) উত্থানের একই অবস্থা অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। লেনদেন পরিমান দুই স্টকে বেড়েছে। ডিএসইতে কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের তুলনায় পতন বেশি হয়েছে। আর সিএসইতে কোম্পানিগুলোর শেয়ার দরে পতনের তুলনায় উত্থান বেশি হয়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, রবিবার ডিএসইতে ৪৭২ কোটি ৯১ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪১৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক শূন্য ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৬ দশমিক ২৩ পয়েন্টে। ডিএসইএস সূচক দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৭ দশমিক ৬৯ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২ দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৯ দশমিক ৬৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫১টি এবং কমেছে ৫৬টির। শেয়ার পরিবর্তন হয়নি ২১০টির। এদিন ডিএসইতে জেমিনি সি ফুডের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন জেমিনি সি ফুডের ৩৩ কোটি ৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিক হোটেলের ৩০ কোটি ৩১ লাখ টাকা, আমরা নেটওয়ার্কসের ২৮ কোটি ৮৫ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ২৮ কোটি টাকা, ইস্টার্ন হাউজিংয়ের ২৪ কোটি ৩ লাখ টাকা, জেনেক্স ইনফোসিসের ১৯ কোটি ৬৪ লাখ টাকা, আরডি ফুডের ১৮ কোটি ৯ লাখ টাকা, সী পার্ল বিচের ১৫ কোটি ৫১ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৪ কোটি ৬১ লাখ টাকা এপেক্স ফুওয়্যারের ১৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপরদিকে, অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রবিবার লেনদেন হয়েছে ১২ কোটি ১১ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস বৃহস্পতিবার ৬ কোটি ৯১ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৩৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩২টি, কমেছে ২৪টি এবং পরিবর্তন হয়নি ৭৭টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৯ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৪১ পয়েন্টে। সিএসসিএক্স ৫ দশমিক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৯৯৩ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ০০৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১১ দশমিক ৪০ পয়েন্ট এবং সিএসআই সূচক দশমিক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৩ দশমিক ৮৩ পয়েন্টে, ১৩ হাজার ৪১৬ দশমিক ৭৫ পয়েন্টে এবং ১ হাজার ১৫১ দশমিক ২৯ পয়েন্টে।

এদিন সিএসইতে বাংলাদেশ সাবমেরিন কেবলসের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন বাংলাদেশ সাবমেরিন কেবলসের ৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংকের ১ কোটি ২০ লাখ টাকা, আমরা নেটওয়ার্কসের ৬৩ লাখ টাকা, আইবিবিএলপিবি বন্ডের ৬১ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪৮ লাখ টাকা, এডিএন টেলিকমের ৩৪ লাখ টাকা, সায়হাম কর্টনের ১৯ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৭ লাখ টাকা, রুপালী ইন্স্যুরেন্সের ১৭ লাখ টাকা এবং বসুন্ধরা পেপারের ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আওয়ার/১৬ এপ্রিল, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: