বিজনেস আওয়ার প্রতিবেদক: এবার রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের বিজিবি মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করেছে।
সোমবার (১৭ এপ্রিল) সকাল পৌনে ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিস বিজিবি মার্কেটে আগুন লাগার খবর পায়। ১০ মিনিট পরেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করেছে, আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।
বিজনেস আওয়ার/১৭ এপ্রিল, ২০২৩/এএইচএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: