ঢাকা , শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন মন্দা

  • পোস্ট হয়েছে : ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
  • 33

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের দিন থেকে এদিনে লেনদেন পরিমান কমেছে। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের তুলনায় পতন বেশি হয়েছে। অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একটি বাদে বাকী চার ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। লেনদেন পরিমান কমেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, সোমবার ডিএসইতে ৪৪৩ কোটি ৫৮ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস রবিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৭২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২২৩ দশমিক শূন্য ৫ পয়েন্টে।

এছাড়া ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৩৯ পয়েন্ট এবং ডিএসইএস সূচক দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২০২ দশমিক শূন্য ৬ পয়েন্টে এবং ১ হাজার ৩৪৮ দশমিক ৫৮ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৮টি এবং কমেছে ৫৬টির। শেয়ার পরিবর্তন হয়নি ২০৮টির।

অপরদিকে, অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার লেনদেন হয়েছে ৪ কোটি ৬৪ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস রবিবার ১২ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১১৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৮টি, কমেছে ৩১টি এবং পরিবর্তন হয়নি ৫৫টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই দশমিক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৪০ দশমিক ৮০ পয়েন্টে। সিএসই-৫০ সূচক দশমিক ২৭ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৮ দশমিক ৪০ পয়েন্ট এবং সিএসসিএক্স দশমিক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৩ দশমিক ৫৫ পয়েন্টে, ১৩ হাজার ৩৯৮ দশমিক ৩৫ পয়েন্টে এবং ১০ হাজার ৯৯২ দশমিক ৯৯ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক দশমিক শূন্য ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫১ দশমিক ৩২ পয়েন্টে।

বিজনেস আওয়ার/১৭ এপ্রিল, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন মন্দা

পোস্ট হয়েছে : ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের দিন থেকে এদিনে লেনদেন পরিমান কমেছে। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের তুলনায় পতন বেশি হয়েছে। অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একটি বাদে বাকী চার ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। লেনদেন পরিমান কমেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, সোমবার ডিএসইতে ৪৪৩ কোটি ৫৮ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস রবিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৭২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২২৩ দশমিক শূন্য ৫ পয়েন্টে।

এছাড়া ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৩৯ পয়েন্ট এবং ডিএসইএস সূচক দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২০২ দশমিক শূন্য ৬ পয়েন্টে এবং ১ হাজার ৩৪৮ দশমিক ৫৮ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৮টি এবং কমেছে ৫৬টির। শেয়ার পরিবর্তন হয়নি ২০৮টির।

অপরদিকে, অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার লেনদেন হয়েছে ৪ কোটি ৬৪ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস রবিবার ১২ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১১৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৮টি, কমেছে ৩১টি এবং পরিবর্তন হয়নি ৫৫টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই দশমিক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৪০ দশমিক ৮০ পয়েন্টে। সিএসই-৫০ সূচক দশমিক ২৭ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৮ দশমিক ৪০ পয়েন্ট এবং সিএসসিএক্স দশমিক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৩ দশমিক ৫৫ পয়েন্টে, ১৩ হাজার ৩৯৮ দশমিক ৩৫ পয়েন্টে এবং ১০ হাজার ৯৯২ দশমিক ৯৯ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক দশমিক শূন্য ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫১ দশমিক ৩২ পয়েন্টে।

বিজনেস আওয়ার/১৭ এপ্রিল, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: