আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে গোপন পুলিশ স্টেশন চালানোর দায়ে ২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, নিউইয়র্কে তারা গোপন চীনা পুলিশ স্টেশন চালাচ্ছিলেন। আর এই থানা ছিল ম্যানহাটনে, চীনা-অধ্যুষিত এলাকায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা চীনের সরকারের সঙ্গে যোগসাজশ করে চক্রান্ত করছিলেন এবং চীনের এজেন্ট হিসাবে কাজ করছিলেন। তাদের এবার আদালতে নিয়ে যাওয়া হবে।
ব্রুকলিনের প্রসিকিউটার জানিয়েছেন, ‘নিউইয়র্ক শহরে বসে চীন সরকার গোপনে পুলিশ থানা চালাচ্ছে। এটা তো যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বে হস্তক্ষেপ ছাড়া আর কিছু নয়। আমাদের এই মহান শহরে আমরা কোনও গোপন থানা চাই না।’
প্রসিকিউটার জানিয়েছেন, ‘গ্রেফতার হওয়া একজন চীনার বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি চীন থেকে পলাতক এক ব্যক্তিকে ভয় দেখিয়ে, অত্যাচার করে আবার সেখানে পাঠানোর চেষ্টা করেছিল। চীন সরকার ২০২২ সালে ক্যালিফোর্নিয়ায় একজনকে চিহ্নিত করার নির্দেশও তাদের দেয়। ওই ব্যক্তি গণতন্ত্রপন্থি বলে চীন মনে করে।’
জিজ্ঞাসাবাদের মুখে গ্রেফতারকৃত দু’জনই স্বীকার করেছে যে, তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে জানতে পেরে তারা চীন সরকারের ওই বার্তা মুছে দেয়।
এছাড়াও ৩৪ জন চীনা নিরাপত্তা কর্মীর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। তারা যুক্তরাষ্ট্রে থাকা চীনের সরকার-বিরোধীদের খুঁজে বের করে তাদের নানাভাবে চাপপ্রয়োগ করতো।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) প্রধানও জানিয়েছেন, তারা এই গোপন নজরদারি কেন্দ্র নিয়ে রীতিমতো চিন্তিত।
বিজনেস আওয়ার/১৮ এপ্রিল, ২০২৩/এএইচএ