রেজোয়ান আহমেদ : করোনাভাইরাসে শেয়ারবাজারের মন্দাবস্থায় গত ১ বছরে তালিকাভুক্ত কোম্পানিগুলোর গড়ে প্রতিটি শেয়ারের দর কমেছে ১৪.৬২ টাকা বা ২৮ শতাংশ। আর মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর কমেছে ১.১০ টাকা বা ১৭.১১ শতাংশ।
দেখা গেছে, গত বছরের ৩০ জুন প্রতিটি শেয়ারের গড় দর ছিল ৫১.৩৮ টাকা ও ইউনিট দর ছিল ৬.৪৩ টাকা। যা কমে চলতি বছরের ৩০ জুন শেয়ার দর ৩৬.৭৬ টাকায় ও ইউনিট দর ৫.৩৩ টাকায় দাড়াঁয়। এ হিসাবে গত ১ বছরে গড় শেয়ার দর কমেছে ১৪.৬২ টাকা বা ২৮ শতাংশ ও ইউনিট দর কমেছে ১.১০ টাকা বা ১৭.১১ শতাংশ।
চলতি বছরের ৩০ জুন তালিকাভুক্ত কোম্পানিগুলোর সব শেয়ারের দাম দাড়িঁয়েছে ২ লাখ ৫৪ হাজার ২৩৬ কোটি টাকায়। যা প্রতিটি শেয়ারের গড় দর ৩৬.৭৬ টাকা। আর মিউচ্যুয়াল ফান্ডের সব ইউনিটের ২ হাজার ৯৫০ কোটি ৯০ লাখ টাকা গড়ে প্রতিটির দাড়িঁয়েছে ৫.৩৩ টাকা।
আগের বছরের ৩০ জুন শেয়ার সংখ্যা ছিল ৬ হাজার ৬১২ কোটি ৮২ লাখ। এগুলোর ওইসময় প্রতিটির গড় দর ছিল ৫১.৩৮ টাকা। আর মিউচ্যুয়াল ফান্ডের গড় ইউনিট দর ছিল ৬.৪৩ টাকা। ওইসময় ৫৫৩ কোটি ৪৭ লাখ ইউনিটের দর ছিল ৩ হাজার ৫৫৯ কোটি ৬০ লাখ টাকা।
বর্তমানে কোম্পানিগুলোর (মিউচুয়াল ফান্ড ছাড়া) পরিশোধিত মূলধন দাড়িঁয়েছে ৬৯ হাজার ১৫২ কোটি ১০ লাখ টাকা। যা ৩২১টি কোম্পানির গড়ে রয়েছে ২১৫ কোটি ৪২ লাখ ৭১ হাজার টাকা। আর ৩৭টি মিউচ্যুয়াল ফান্ডের পরিশোধিত মূলধন দাড়িঁয়েছে ৫ হাজার ৫৩৪ কোটি ৭০ লাখ টাকা। যা গড়ে প্রতিটি মিউচ্যুয়াল ফান্ডের পরিশোধিত মূলধন দাড়িঁয়েছে ১৪৯ কোটি ৫৯ লাখ টাকায়।
বিজনেস আওয়ার/০৯ সেপ্টেম্বর, ২০১৯/আরএ