ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মধ্যরাতে মৌলভীবাজারে স্বস্তির বৃষ্টি

  • পোস্ট হয়েছে : ০৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
  • 43

বিজনেস আওয়ার প্রতিবেদক: মৌলভীবাজারে টানা ১৫ দিনের তীব্র তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি হলো। জেলার বিভিন্ন উপজেলায় ঝড়-বৃষ্টির খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দিবাগত রাত দেড়টা থেকে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় প্রথম বৃষ্টিপাত শুরু হয়। এতে স্বস্তি ফিরে জনমনে। তবে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও ঝড় রয়েছে। এতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মধ্যরাত থেকে মৌলভীবাজার জেলা ও আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী মো. আনিসুর রহমান জানান, সিলেটের বৃষ্টির পর আমরা আগে থেকেই বৃষ্টির আভাস দিয়েছিলাম। গত কয়েকদিন থেকে ৩৮ থেকে ৩৯ ডিগ্রি তাপমাত্রা ছিল। বৃষ্টি হলে তা কমে আসবে।

প্রসঙ্গত, সোমবার সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল দেশের তিন বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। বিভাগগুলো ছিল বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। এর মধ্যে সিলেটের কিছু এলাকায় বৃষ্টি হয়। এর একদিন পর মৌলভীবাজার বৃষ্টিপাত হলো।

বিজনেস আওয়ার/১৯ এপ্রিল, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মধ্যরাতে মৌলভীবাজারে স্বস্তির বৃষ্টি

পোস্ট হয়েছে : ০৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: মৌলভীবাজারে টানা ১৫ দিনের তীব্র তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি হলো। জেলার বিভিন্ন উপজেলায় ঝড়-বৃষ্টির খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দিবাগত রাত দেড়টা থেকে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় প্রথম বৃষ্টিপাত শুরু হয়। এতে স্বস্তি ফিরে জনমনে। তবে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও ঝড় রয়েছে। এতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মধ্যরাত থেকে মৌলভীবাজার জেলা ও আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী মো. আনিসুর রহমান জানান, সিলেটের বৃষ্টির পর আমরা আগে থেকেই বৃষ্টির আভাস দিয়েছিলাম। গত কয়েকদিন থেকে ৩৮ থেকে ৩৯ ডিগ্রি তাপমাত্রা ছিল। বৃষ্টি হলে তা কমে আসবে।

প্রসঙ্গত, সোমবার সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল দেশের তিন বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। বিভাগগুলো ছিল বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। এর মধ্যে সিলেটের কিছু এলাকায় বৃষ্টি হয়। এর একদিন পর মৌলভীবাজার বৃষ্টিপাত হলো।

বিজনেস আওয়ার/১৯ এপ্রিল, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: