বিজনেস আওয়ার প্রতিবেদক: নীলফামারীর সৈয়দপুরে বাঁশঝাড়ের পাশে মাটি খুঁড়ে ভিজিএফের পাঁচ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে সৈয়দপুরের বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদের কিসামত খাদিখোল এলাকা থেকে ওই চাল জব্দ করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার থেকে বোতলাগাড়ী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। সরকারি চাল দুস্থদের না দিয়ে আত্মসাতের উদ্দেশ্যে মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সৈয়দপুর থানা পুলিশ এসে মাটি খুঁড়ে পাঁচ বস্তা চাল জব্দ করে।
স্থানীয়দের অভিযোগ, ওই চাল ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সরকার জুনের। তিনি আত্মসাতের উদ্দেশ্যে ওই চাল লুকিয়ে রেখেছিল। এলাকাবাসী তাদের বাড়ি তল্লাশির দাবি জানান। এ সময় তারা আরও বলেন, দরিদ্র মানুষেরা কোনো স্লিপ পায়নি। তারা সঠিক তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।
তবে চাল আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জুন। তিনি বলেন, আমরা সঠিকভাবে আগেই স্লিপ বিতরণ করেছি। সেই অনুযায়ী চালগুলো বিতরণ করা হয়েছে। হয়তো দুস্থরাই এগুলো রেখেছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ওই এলাকা থেকে মাটি খুঁড়ে পাঁচ বস্তা চাল জব্দ করা হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজনেস আওয়ার/১৯ এপ্রিল, ২০২৩/এএইচএ