ঢাকা , রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

  • পোস্ট হয়েছে : ০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
  • 92

বিজনেস আওয়ার প্রতিবেদক: তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ। অবশেষে সেই বহুল কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলেছে রাজধানীতে। রাজধানীর ফার্মগেট, বাংলামোটর, প্রেস ক্লাব, পল্টন, মতিঝিল এলাকায় শুক্রবার বিকেল ৫টা ১৫ মিনিটে বৃষ্টি শুরু হয়। ঝোড়ো হাওয়া শুরু হয় বিকেল সাড়ে ৫টার পর।

এদিকে দীর্ঘ দিন পর নামা এ বৃষ্টিতে প্রাণ ফিরেছে রাজধানীতে। বৃষ্টির কারণে তীব্র গরম কিছুটা হলেও কমবে বলে মনে করছেন রাজধানীবাসী।

বেসরকারি চাকরিজীবী মশিউর জারিফ বলেন, গত কয়েক দিন ধরে যে পরিমাণ গরম পড়েছে তাতে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছিল। অবশেষে ঢাকায় বৃষ্টি নেমেছে। এবার কিছুটা হলেও গরম কমবে।

অন্যদিকে ইফতারের আগ মুহূর্তে বৃষ্টি নামায় কিছুটা বিপাকে পড়েন ফুটপাতের দোকানিরা। বৃষ্টি নামার পরপর ইফতার সামগ্রী নিয়ে তাদের ছোটাছুটি করতে দেখা গেছে। এছাড়া পূর্বপ্রস্তুতি না থাকায় অনেকের পণ্য বৃষ্টিতে ভিজতে দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল হামিদ বলেন, আজ সিলেটে ১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ঢাকায় বিকেল ৫টা ১৫ মিনিটে বৃষ্টি শুরু হয়। ৬টার পর জানা যাবে কতটুকু বৃষ্টি হয়েছে। টানা তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি বেশি সময় থাকবে না। আজ রাত থেকে আগামীকাল পর্যন্ত কয়েক দফায় এ বৃষ্টি হতে পারে। বৃষ্টির স্থায়ীত্ব দীর্ঘ না হলেও তাপমাত্রা কমতে শুরু করবে।

বিজনেস আওয়ার/২১এপ্রিল, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

পোস্ট হয়েছে : ০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ। অবশেষে সেই বহুল কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলেছে রাজধানীতে। রাজধানীর ফার্মগেট, বাংলামোটর, প্রেস ক্লাব, পল্টন, মতিঝিল এলাকায় শুক্রবার বিকেল ৫টা ১৫ মিনিটে বৃষ্টি শুরু হয়। ঝোড়ো হাওয়া শুরু হয় বিকেল সাড়ে ৫টার পর।

এদিকে দীর্ঘ দিন পর নামা এ বৃষ্টিতে প্রাণ ফিরেছে রাজধানীতে। বৃষ্টির কারণে তীব্র গরম কিছুটা হলেও কমবে বলে মনে করছেন রাজধানীবাসী।

বেসরকারি চাকরিজীবী মশিউর জারিফ বলেন, গত কয়েক দিন ধরে যে পরিমাণ গরম পড়েছে তাতে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছিল। অবশেষে ঢাকায় বৃষ্টি নেমেছে। এবার কিছুটা হলেও গরম কমবে।

অন্যদিকে ইফতারের আগ মুহূর্তে বৃষ্টি নামায় কিছুটা বিপাকে পড়েন ফুটপাতের দোকানিরা। বৃষ্টি নামার পরপর ইফতার সামগ্রী নিয়ে তাদের ছোটাছুটি করতে দেখা গেছে। এছাড়া পূর্বপ্রস্তুতি না থাকায় অনেকের পণ্য বৃষ্টিতে ভিজতে দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল হামিদ বলেন, আজ সিলেটে ১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ঢাকায় বিকেল ৫টা ১৫ মিনিটে বৃষ্টি শুরু হয়। ৬টার পর জানা যাবে কতটুকু বৃষ্টি হয়েছে। টানা তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি বেশি সময় থাকবে না। আজ রাত থেকে আগামীকাল পর্যন্ত কয়েক দফায় এ বৃষ্টি হতে পারে। বৃষ্টির স্থায়ীত্ব দীর্ঘ না হলেও তাপমাত্রা কমতে শুরু করবে।

বিজনেস আওয়ার/২১এপ্রিল, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: