বিজনেস আওয়ার প্রতিবেদক : একদিকে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, অন্যদিকে লকডাউন শিথিল- এরই মধ্যে শেষ হতে যাচ্ছে সাধারণ ছুটি। ছয় দফায় বাড়িয়ে সাধারণ ছুটির মেয়াদ শেষ হচ্ছে ৩০ মে। বৃহস্পতিবার (২৮ মে) ঘোষণা আসতে পারে পরবর্তী সিদ্ধান্তের।
সাধারণ ছুটি বাড়ানোর বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, দেশের মানুষের কল্যাণে সব দিক দিয়ে বিবেচনা করে সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন প্রধানমন্ত্রী। সেই সিদ্ধান্ত আমাদের জানালে আপনাদের জানাবো।
তবে সরকারের বিভিন্ন মহল থেকে ইঙ্গিত পাওয়া গেছে সাধারণ ছুটি বাড়ানো হতে পারে ১৫ই জুন পর্যন্ত।
বিজনেস আওয়ার/২৭ মে, ২০২০/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: