বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) সবচেয়ে কমে অবস্থান করছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং সবচেয়ে বেশিতে অবস্থান করছে সিভিও পেট্রোকেমিক্যাল। ডিএসইর জুন মাসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, জুন মাসে প্রকাশিত ডিএসইর মাসিক প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে কম অর্থাৎ ২.৯৭ পয়েন্ট অবস্থান করছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। কম পিই রেশিও’র প্রাপ্ত ২০টি কোম্পানির অন্যগুলোর মধ্যে প্রিমিয়ার ব্যাংকের ৪.০৩, রতনপুর স্টিল রি-রোলিংয়ের ৪.১১, একটিভ ফাইন কেমিক্যালের ৪.১৫, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৪.৪৪, ইসলামী ব্যাংকের ৪.৪৬, মেঘনা পেট্রোলিয়ামের ৪.৪৯, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৬২, মার্কেন্টাইল ব্যাংকের ৪.৬৯, বাংলাদেশ ফাইন্যান্সের ৪.৭০, কাট্টালি টেক্সটাইলের ৪.৮০, ওয়েস্টার্ন মেরিনের ৪.৮১, ফাস ফাইন্যান্সের ৪.৯৬, জিএসপি ফাইন্যান্সের ৫.০৮, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৫.১০, এক্সিম ব্যাংকের ৫.২১, পাওয়ার গ্রীডের ৫.২১, উত্তরা ফাইন্যান্সের ৫.২৮, সাউথইস্ট ব্যাংকের ৫.৩০ এবং যমুনা ব্যাংকের পিই ৫.৮২ পয়েন্টে দাঁড়িয়েছে।
সবচেয়ে বেশি পিই রেশিওর দিক দিয়ে সবার উপরে ৯২৭.২৮ পয়েন্ট নিয়ে অবস্থান করছে সিভিও পেট্রোকেমিক্যাল। এ তালিকায় ২০ এর মধ্যে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সী ফুডের ৪২৩.৪৮, সমতা লেদারের ৩৮০.৭১, সোনালী আঁশের ৩৫৫.৩০, মুন্নু জুটের ৩৪৭.৭০, এমবি ফার্মার ৩৪২.৫৪, কেঅ্যান্ডকিউয়ের ২৩৩.৭৪, সী পার্লের ২১৫.০১, রেনউইক যজ্ঞেশ্বরের ২১৩.৭৮, স্ট্যান্ডার্ড সিরামিকের ১৯৭.৯৫, ফাইন ফুডসের ১৮৫.৭৯, লিবরা ইনফিউশনের ১৩৫.২৩, আজিজ পাইপসের ১২২.৬৪, এবি ব্যাংকের ১১৯.৩৭, বিকন ফার্মার ১১৯.১৩, মাইডাস ফাইন্যান্সিংয়ের ১১২.৪৯, বাংলাদেশ অটোকার্সের ৯৬.৪৫, তশরিফার ৮৯.৪৩, আইসিবির ৮৭.৩০ এবং ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের পিই ৮৪.১০ পয়েন্টে অবস্থান করছে।
বিজনেস আওয়ার/১০ সেপ্টেম্বর, ২০২০/এস