আন্তর্জাতিক ডেস্ক: তীব্র গরম থেকে বাঁচতে অনেকেই অনেক রকম পন্থা অবলম্বন করে থাকেন। কেউ ভরসা রাখেন শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ওপর। আবার কেউ রোদের প্রখর তাপ থেকে বাঁচতে একেবারে প্রাকৃতিক উপায়ে বাড়ি বা গাড়ির ছাদে ঘাসের আস্তরণ তৈরি করে ফেলেন।
তবে এই ঘটনা একেবারে অভিনব। গাড়ির ভেতর ঠান্ডা রাখার জন্য বাইরের অংশে গোবর লেপে দিয়েছেন এক হোমিওপ্যাথি চিকিৎসক। সেই ছবিই ছড়িয়ে পড়েছে সমাজিকমাধ্যমে।
ঘটনাটি মধ্যপ্রদেশের। পেশায় চিকিৎসক সুশীল সাগর বলেন, ‘গরমকালে তাপমাত্রা বাড়লে গাড়ির ওপরের ধাতব স্তরটিও গরম হতে থাকে। তাই গাড়ির বাইরের দিকে গোবরের এই প্রলেপ ভেতরের আবহাওয়া অনেকটাই ঠান্ডা রাখতে সাহায্য করে। তেল পুড়িয়ে গাড়ির এসি না চালিয়েও গাড়ি ঠান্ডা রাখা যায়।’
গ্রামাঞ্চলে মাটির বাড়ি ঠান্ডা রাখতে ঘরের দেয়াল বা মেঝেতে গোবরের প্রলেপ দেওয়ার চল রয়েছে। তবে গাড়ির গায়ে গোবর দেওয়ার মতো ঘটনা সত্যিই অন্য রকম। সুশীলের দাবি, এই প্রলেপ দেওয়ার পর তীব্র গরমেও গাড়ির এসি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তেলও বাঁচে। গাড়ি না পরিষ্কার বা বৃষ্টি না হলে টানা দু’মাস পর্যন্ত এক প্রলেপেই কাজ হয়।
সুশীল সাগরের অভিনব পন্থার এ ভিডিওটি ইনস্টাগ্রামে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে অনেক নেটিজেন বিরূপ মন্তব্য করেছেন। কেউ কেউ তার এই কৌশল মানতে নারাজ বলেও মন্তব্য করেছেন।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
বিজনেস আওয়ার/২৬এপ্রিল, ২০২৩/এএইচএ