ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিদেশি কর্মীদের স্বল্পমেয়াদী ভিসা দিচ্ছে সৌদি

  • পোস্ট হয়েছে : ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
  • 48

আন্তর্জাতিক ডেস্ক: এখন থেকে দেশটিতে অস্থায়ী ভিত্তিতে কাজ করতে পারবেন বিদেশি কর্মীরা। গত মাসে স্বল্পমেয়াদী নতুন একটি ভিসা চালু করেছে সৌদি আরব।

স্বল্পমেয়াদী ভিসা কী?
স্বল্পমেয়াদী ভিসা হলো এমন একটি ভিসা— যেটির মাধ্যমে সৌদি আরবের কোম্পানিগুলো কাজ করতে আগ্রহী বিদেশি শ্রমিকদের অস্থায়ী ভিসা দিতে পারবে। যেসব শ্রমিক এ ভিসা পাবেন তারা সৌদিতে প্রবেশের দিন থেকে, তিন মাস বৈধভাবে কাজ করতে পারবেন। তিন মাস শেষ হওয়ার পর কোম্পানি চাইলে ওই ভিসার মেয়াদ আরও তিন মাস বাড়াতে পারবে। এরমাধ্যমে একজন প্রবাসী সৌদিতে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত থাকতে পারবেন।

এছাড়া এ ভিসার মাধ্যমে কোম্পানিগুলো যে শ্রমিকদের আনবে, ওই শ্রমিকদের চাকরিকালীন সময়ে আলাদাভাবে ওয়ার্ক পারমিট এবং রেসিডেন্সি পারমিট ইস্যু করতে হবে না।

এই ভিসার প্রক্রিয়া পুরোপুরি ইলেকট্রনিক পদ্ধতিতে সম্পন্ন করা হবে। যেদিন ভিসা ইস্যু করা হবে সেদিন থেকে শুরু করে পরবর্তী এক বছর পর্যন্ত এটির মেয়াদ থাকবে। কিয়া প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিগুলো এ ভিসার আবেদন করতে পারবে।

কিয়া প্লাটফর্ম কী?
কিয়া প্লাটফর্ম হলো সৌদি সরকারের চালু করা নতুন একটি সেবা। এটি মানবসম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অংশ। এই প্লাটফর্মের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সৌদি আরবের চাকরিদাতারা চাকরির চুক্তিপত্র তৈরি এবং সেগুলোর সত্যতা যাঁচাই করতে পারবেন।

এছাড়া এই প্লাটফর্মের মাধ্যমে চাকরিদাতারা শ্রমিকদের সঙ্গে হওয়া চুক্তিপত্রের অনুমোদন, বাতিল অথবা সংশোধন করতে পারবেন।

যখন কিয়া প্লাটফর্মের মাধ্যমে একজন শ্রমিক ও কোম্পানির সঙ্গে চুক্তি হবে এবং সেটি যাঁচাই সম্পন্ন হবে তখনই সেটিকে অনুমোদন দেবে সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

চাকরিদাতা এবং শ্রমিকরা কিয়া,এসএ ওয়েবসাইটের মাধ্যমে ভিসার যাবতীয় তথ্য সংগ্রহ ও কাজ করতে পারবেন।

এই ওয়েবসাইটে বাংলা, হিন্দি, তাগালোগ, উর্দু, ইংলিশ এবং আরবিসহ মোট ছয়টি ভাষায় তথ্য রয়েছে। ফলে বাংলাদেশিরা সহজেই সব তথ্য পেয়ে যাবেন।

সূত্র: গালফ নিউজ

বিজনেস আওয়ার/২৭এপ্রিল, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিদেশি কর্মীদের স্বল্পমেয়াদী ভিসা দিচ্ছে সৌদি

পোস্ট হয়েছে : ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: এখন থেকে দেশটিতে অস্থায়ী ভিত্তিতে কাজ করতে পারবেন বিদেশি কর্মীরা। গত মাসে স্বল্পমেয়াদী নতুন একটি ভিসা চালু করেছে সৌদি আরব।

স্বল্পমেয়াদী ভিসা কী?
স্বল্পমেয়াদী ভিসা হলো এমন একটি ভিসা— যেটির মাধ্যমে সৌদি আরবের কোম্পানিগুলো কাজ করতে আগ্রহী বিদেশি শ্রমিকদের অস্থায়ী ভিসা দিতে পারবে। যেসব শ্রমিক এ ভিসা পাবেন তারা সৌদিতে প্রবেশের দিন থেকে, তিন মাস বৈধভাবে কাজ করতে পারবেন। তিন মাস শেষ হওয়ার পর কোম্পানি চাইলে ওই ভিসার মেয়াদ আরও তিন মাস বাড়াতে পারবে। এরমাধ্যমে একজন প্রবাসী সৌদিতে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত থাকতে পারবেন।

এছাড়া এ ভিসার মাধ্যমে কোম্পানিগুলো যে শ্রমিকদের আনবে, ওই শ্রমিকদের চাকরিকালীন সময়ে আলাদাভাবে ওয়ার্ক পারমিট এবং রেসিডেন্সি পারমিট ইস্যু করতে হবে না।

এই ভিসার প্রক্রিয়া পুরোপুরি ইলেকট্রনিক পদ্ধতিতে সম্পন্ন করা হবে। যেদিন ভিসা ইস্যু করা হবে সেদিন থেকে শুরু করে পরবর্তী এক বছর পর্যন্ত এটির মেয়াদ থাকবে। কিয়া প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিগুলো এ ভিসার আবেদন করতে পারবে।

কিয়া প্লাটফর্ম কী?
কিয়া প্লাটফর্ম হলো সৌদি সরকারের চালু করা নতুন একটি সেবা। এটি মানবসম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অংশ। এই প্লাটফর্মের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সৌদি আরবের চাকরিদাতারা চাকরির চুক্তিপত্র তৈরি এবং সেগুলোর সত্যতা যাঁচাই করতে পারবেন।

এছাড়া এই প্লাটফর্মের মাধ্যমে চাকরিদাতারা শ্রমিকদের সঙ্গে হওয়া চুক্তিপত্রের অনুমোদন, বাতিল অথবা সংশোধন করতে পারবেন।

যখন কিয়া প্লাটফর্মের মাধ্যমে একজন শ্রমিক ও কোম্পানির সঙ্গে চুক্তি হবে এবং সেটি যাঁচাই সম্পন্ন হবে তখনই সেটিকে অনুমোদন দেবে সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

চাকরিদাতা এবং শ্রমিকরা কিয়া,এসএ ওয়েবসাইটের মাধ্যমে ভিসার যাবতীয় তথ্য সংগ্রহ ও কাজ করতে পারবেন।

এই ওয়েবসাইটে বাংলা, হিন্দি, তাগালোগ, উর্দু, ইংলিশ এবং আরবিসহ মোট ছয়টি ভাষায় তথ্য রয়েছে। ফলে বাংলাদেশিরা সহজেই সব তথ্য পেয়ে যাবেন।

সূত্র: গালফ নিউজ

বিজনেস আওয়ার/২৭এপ্রিল, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: