বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস থেকে এদিন লেনদেন পরিমান বেড়েছে। লেনদেন বেড়ে হাজার কোটি টাকার কাছাকাছিতে চলে এসেছে। কোম্পানিগুলোর শেয়ার দর পতনের তুলনায় উত্থান বেশি হয়েছে। ক্রেতার চাপ বেড়েছে।
অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একটি বাদে বাকী চার ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস থেকে এদিন লেনদেন পরিমান কমেছে।
স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, ঈদের পরে চতুর্থ কার্যদিবস বা বৃহস্পতিবার ডিএসইতে ৯৬৭ কোটি ৬৯ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৭৬৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭৪ দশমিক শূন্য ৬ পয়েন্টে। ডিএসইএস সূচক ৩ দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬২ দশমিক ৯০ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০৮ দশমিক ৫৭ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৯টি এবং কমেছে ৬২টির। শেয়ার পরিবর্তন হয়নি ২১০টির।
অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৭ কোটি ৯৫ লাখ টাকা শেয়ার। আগের দিন বুধবার ৯ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৫৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৪টি, কমেছে ৪৫টি এবং পরিবর্তন হয়নি ৬৮টির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৪ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৬৬ দশমিক ৮৯ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ১৪ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১ দশমিক ৬৬ পয়েন্ট, সিএসসিএক্স ৮ দশমিক ৫২ পয়েন্ট এবং সিএসআই সূচক ১ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৫ দশমিক ৯৫ পয়েন্টে, ১৩ হাজার ৪৪৭ দশমিক ৪৯ পয়েন্টে, ১১ হাজার ৬৪ দশমিক ৬০ পয়েন্টে এবং ১ হাজার ১৬১ দশমিক ৯৭ পয়েন্টে।
বিজনেস আওয়ার/২৭ এপ্রিল, ২০২৩/এমএজেড