মোহাম্মদ আনিসুজ্জামান : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে (রবিবার থেকে বৃহস্পতিবার) লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় বেড়েছে ৪৫ দশমিক ২৮ শতাংশ। এই স্টকে মূলধন পরিমাণ বেড়েছে প্রায় দুই হাজার কোটি টাকা। একটি বাদে বাকী পাঁচ ধরনের সূচক পরিমান বেড়েছে। কোম্পানিরগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান বেশি হয়েছে।
সিএসইর সূত্র মতে, বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৫০ হাজার ৫৫১ কোটি ৯১ লাখ টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৪৮ হাজার ৫৫৪ কোটি ১১ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৯৯৭ কোটি ৮০ লাখ টাকা।
গত সপ্তাহে লেনদেন হয়েছে ৩২ কোটি ৬৩ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২২ কোটি ৪৬ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১০ কোটি ১৭ লাখ টাকা বা ৪৫ দশমিক ২৮ শতাংশ। তালিকাভুক্ত ২৪৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৯০টির, দর কমেছে ৩১টির ও অপরিবর্তিত রয়েছে ১২৭টি কোম্পানির। যা কোম্পানিগুলো শেয়ার দর পতনের তুলনায় উত্থান তিনগুন বেশি হয়েছে।
পাঁচ ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে প্রধান সূচক সিএএসপিআই দশমিক ৬১ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৪৬৬ দশমিক ৮৯ পয়েন্টে। সিএসই৫০ সূচক দশমিক ১৪ শতাংশ, সিএসই৩০ সূচক দশমিক ৩৩ শতাংশ, সিএসইসিএক্স সূচক দশমিক ৫৮ শতাংশ এবং সিএসআই সূচক দশমিক ৮৯ শতাংশ বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ৩১৫ দশমিক ৯৫ পয়েন্টে, ১৩ হাজার ৪৪৭ দশমিক ৪৯ পয়েন্টে, ১১ হাজার ৬৪ দশমিক ৬০ পয়েন্টে এবং ১ হাজার ১৬১ দশমিক ৯৮ পয়েন্টে। এছাড়া সিএসই এসএমইএক্স সূচক দশমিক ৫২ শতাংশ কমে দাঁড়ায় ১ হাজার ৭০৯ দশমিক ৭৮ পয়েন্টে।
গেল সপ্তাহে এ ক্যাটাগরির শতভাগ কোম্পানির শেয়ার টপটেন লেনদেনে অবস্থান করেছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এডিএন টেলিকমের শেয়ার। একাই ২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া আমরা নেটওয়ার্কসের ২ কোটি ৯ লাখ টাকা, বাংলাদেশ সাবমেরিন কেবলের ১ কোটি ৯৯ লাখ টাকা, সী পার্ল বিচের ১ কোটি ৭৬ লাখ টাকা, জেনেক্স ইনফোসিসের ১ কোটি ৪৪ লাখ টাকা, বিডি শিপিং কর্পোরেশনের ১ কোটি ৩১ লাখ টাকা, জেএমআই হসপিটালের ১ কোটি ২ লাখ টাকা, বসুন্ধরা পেপারের ১ কোটি ২ লাখ টাকা, ইউনিক হোটেলের ৯১ লাখ টাকা এবং নাভানা ফার্মার ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/২৮ এপ্রিল, ২০২৩/এমএজেড