ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

১০টি আইফোনের বদলে ‘ভুয়া ফোন’ বাক্সে ভরে দিলেন ডেলিভারি বয়!

  • পোস্ট হয়েছে : ১২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
  • 45

আন্তর্জাতিক ডেস্ক: কোম্পানির তরফে সঠিক জিনিসটি এনে ক্রেতার হাতে তুলে দেবেন ডেলিভারি বয়। এমন আশা নিয়েই অপেক্ষায় থাকেন ক্রেতারা। আর যদি অনলাইনে আইফোন অর্ডার করে থাকেন, তাহলে তো অধীর আগ্রহে প্রতীক্ষা করেন। কিন্তু ক্রেতাকে ধোকা দিয়ে ডেলিভারির আগেই একগুচ্ছ আইফোন হাতিয়ে নিলেন খোদ ডেলিভারি বয়! হ্যাঁ, এমন চমকে দেওয়ার মতো ঘটনা ঘটেছে গুরুগ্রামে।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, গুরুগ্রামের এক ই-কমার্স সাইটের ডেলিভারি বয় ১০টি আইফোন চুরি করেছেন বলে অভিযোগ। ক্রেতার কাছে আইফোনটি পৌঁছে দেওয়ার ঠিক আগে আইফোন বের করে তার পরিবর্তে অন্য ভুয়ো ফোন ভরে দেন ওই ডেলিভারি বয়। সম্প্রতি রবি নামের এক ব্যক্তি বিষয়টি ধরতে পেরে থানায় অভিযোগ জানান।

গত ২৭ মার্চ তিনি তার অভিযোগে পুলিশকে বলেন, ললিত নামের ওই ডেলিভারি বয় ১০টি আইফোন এবং একটি এয়ারপড ডেলিভারি করতে যাচ্ছিলেন এক ক্রেতার কাছে। কিন্তু সরাসরি ক্রেতার হাতে সেই পার্সেল প্যাকটি তুলে না দিয়ে তা অন্য পার্সেল দিয়ে বদলে দেন। হুবহু আইফোনের মতো দেখতে ফোনই পার্সেলে ভরে দিয়েছিলেন তিনি। এরপর সেই পার্সেল ক্রেতাকে না দিয়ে কোম্পানিকে ফিরিয়ে দেন ললিত। জানান, কোনও কারণে ক্রেতা পার্সেলটি নিতে পারেননি। কিন্তু ওই ক্রেতা পরে সংস্থার সঙ্গে যোগাযোগ করতেই সন্দেহ হয় সংস্থার। পার্সেলটি খুলে তারা দেখতে পান বাক্স ভরতি নকল আইফোনে!

ঘটনার পর থেকে পলাতক ওই ডেলিভারি বয়। তার খোঁজ চালাচ্ছে পুলিশ। অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা হয়েছে। কোম্পানি জানাচ্ছে, ১০টি আইফোনের অর্থ কোটিরও বেশি টাকা হাতিয়েছেন ওই ডেলিভারি বয়।

বিজনেস আওয়ার/২৯ এপ্রিল, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

১০টি আইফোনের বদলে ‘ভুয়া ফোন’ বাক্সে ভরে দিলেন ডেলিভারি বয়!

পোস্ট হয়েছে : ১২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: কোম্পানির তরফে সঠিক জিনিসটি এনে ক্রেতার হাতে তুলে দেবেন ডেলিভারি বয়। এমন আশা নিয়েই অপেক্ষায় থাকেন ক্রেতারা। আর যদি অনলাইনে আইফোন অর্ডার করে থাকেন, তাহলে তো অধীর আগ্রহে প্রতীক্ষা করেন। কিন্তু ক্রেতাকে ধোকা দিয়ে ডেলিভারির আগেই একগুচ্ছ আইফোন হাতিয়ে নিলেন খোদ ডেলিভারি বয়! হ্যাঁ, এমন চমকে দেওয়ার মতো ঘটনা ঘটেছে গুরুগ্রামে।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, গুরুগ্রামের এক ই-কমার্স সাইটের ডেলিভারি বয় ১০টি আইফোন চুরি করেছেন বলে অভিযোগ। ক্রেতার কাছে আইফোনটি পৌঁছে দেওয়ার ঠিক আগে আইফোন বের করে তার পরিবর্তে অন্য ভুয়ো ফোন ভরে দেন ওই ডেলিভারি বয়। সম্প্রতি রবি নামের এক ব্যক্তি বিষয়টি ধরতে পেরে থানায় অভিযোগ জানান।

গত ২৭ মার্চ তিনি তার অভিযোগে পুলিশকে বলেন, ললিত নামের ওই ডেলিভারি বয় ১০টি আইফোন এবং একটি এয়ারপড ডেলিভারি করতে যাচ্ছিলেন এক ক্রেতার কাছে। কিন্তু সরাসরি ক্রেতার হাতে সেই পার্সেল প্যাকটি তুলে না দিয়ে তা অন্য পার্সেল দিয়ে বদলে দেন। হুবহু আইফোনের মতো দেখতে ফোনই পার্সেলে ভরে দিয়েছিলেন তিনি। এরপর সেই পার্সেল ক্রেতাকে না দিয়ে কোম্পানিকে ফিরিয়ে দেন ললিত। জানান, কোনও কারণে ক্রেতা পার্সেলটি নিতে পারেননি। কিন্তু ওই ক্রেতা পরে সংস্থার সঙ্গে যোগাযোগ করতেই সন্দেহ হয় সংস্থার। পার্সেলটি খুলে তারা দেখতে পান বাক্স ভরতি নকল আইফোনে!

ঘটনার পর থেকে পলাতক ওই ডেলিভারি বয়। তার খোঁজ চালাচ্ছে পুলিশ। অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা হয়েছে। কোম্পানি জানাচ্ছে, ১০টি আইফোনের অর্থ কোটিরও বেশি টাকা হাতিয়েছেন ওই ডেলিভারি বয়।

বিজনেস আওয়ার/২৯ এপ্রিল, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: