বিনোদন ডেস্ক: গত এক মাস ধরে জ্বরে ভুগছেন কিংবদন্তি অভিনেতা ও ঢাকা- ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। উন্নত চিকিৎসার জন্য রোববার (১৩ সেপ্টেম্বর) সিঙ্গাপুর নেয়া হচ্ছে তাকে। ইতোমধ্যেই চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার অনুমতি মিলেছে। বিষয়টি ফারুক নিজেই নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ১৮ আগস্ট জ্বর নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি। ধারণা করা হচ্ছিলো তিনি করোনায় আক্রান্ত। তবে বেশ কয়েক দফায় করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে। তখন বেশ কয়েক দিন হাসপাতালে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হওয়ায় গত ২৬ আগস্ট বাসায় ফিরেন তিনি।
এরপর শারীরিক অবস্থা ফের গুরুতর হওয়ায় গত ৩১ আগস্ট তাকে আবারও ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সে সময়ও করোনার নমুনা পরীক্ষা করা হলে তা নেগেটিভ আসে। পাশাপাশি টাইফয়েড, ডেঙ্গু, ম্যালেরিয়ার নমুনাও পরীক্ষা করা হয়। সবকিছুর ফলাফল নেগেটিভ এসেছে।
কিন্তু জ্বর না সারায় দুশ্চিন্তা আর সন্দেহ বাড়তেই তাকে গুণী এই অভিনেতাকে নিয়ে। ইউনাইটেড হাসপাতালে বেশ কয়েক দিন চিকিৎসা নিয়েও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। এরপর তাকে শনিবার (৫ সেপ্টেম্বর) এভারকেয়ার হাসপাতালে (অ্যাপোলো) স্থানান্তর করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) এভারকেয়ারে ফারুকের শারীরিক অবস্থার পর্যবেক্ষণের জন্য চিকিৎসকদের এক বোর্ড মিটিং হয়। তাদের ধারণা এই অভিনেতা টিভিরোগে ভুগছেন। তবে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি চিকিৎসকরা। নিশ্চিত হতে দরকার আরও কিছু টেস্ট। তাই এই টেস্টগুলো সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে করাবেন বলে জানান ফারুক।
বিজনেস আওয়ার/১০ সেপ্টেম্বর, ২০২০/এ