বিজনেস আওয়ার প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ জেলা শহরের রথখোলা এলাকায় বঙ্গতাজ মিলনায়তনে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার মনোনয়ন বাতিল করা হয়। ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়পত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আলোচিত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, অদৃশ্য চাপে তার মনোনয়পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল করার ঘোষণাও দিয়েছেন তিনি।
জাতীয় পার্টির প্রার্থী নিয়াজ উদ্দিন এবং বিএনপি ঘরানার প্রার্থী সরকার শাহানুর ইসলাম ওরফে রনি সরকারের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। নৌকার প্রার্থী আজমত উল্লা খানের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পাওয়ায় জাহাঙ্গীর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। শুধু নিজেই নয়, মা জায়েদা খাতুনের নামেও মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। জায়েদা খাতুনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সেই কারণে অনেকেই ধারণা করেছিলেন, নিজের মনোনয়নপত্র বাতিল হওয়ার শঙ্কা থেকেই জাহাঙ্গীর এই পদক্ষেপ নিয়েছেন।
বিজনেস আওয়ার/৩০ এপ্রিল, ২০২৩/এএইচএ