ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পাঞ্জাবে কারখানায় গ্যাস লিক, ১১ জনের মৃত্যু

  • পোস্ট হয়েছে : ০২:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
  • 56

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানার গিয়াসপুরা এলাকায় একটি কারখানায় গ্যাস লিক হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই গ্যাস লিকের কারণে জ্ঞান হারান। পরবর্তীতে তাদের মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৪ জন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর পরই সেখানে ছুটে গেছেন উদ্ধারকারী দলের সদস্যরা।

এছাড়া বেশ কয়েকজন চিকিৎসক, অ্যাম্বুলেন্স এবং দমকল বাহিনীর সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। একই সঙ্গে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) ৫০ জন সদস্যকেও মোতায়েন করা হয়েছে। ওই ঘটনাস্থল ঘেরাও করে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্যাস লিকের ঘটনায় পাঁচ নারী এবং ছয় পুরুষ প্রাণ হারিয়েছেন। নিহত ১১ জনের মধ্যে ১০ এবং ১৩ বছর বয়সী দুই শিশুও রয়েছে।

লুধিয়ানার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট স্বতি তিওয়ানা বার্তাসংস্থা এনডিটিভি বলেন, অবশ্যই এটি একটি গ্যাস লিকের ঘটনা। এনডিআরএফ আছে এবং সেখানে উদ্ধার অভিযান চালাবে বলে জানান তিনি।

তবে এটি কী ধরনের গ্যাস এবং কীভাবে গ্যাস লিক হলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এনডিআরএফ এ বিষয়টি তদন্ত করবে বলে নিশ্চিত করেন স্বতি তিওয়ানা।

তিনি বলেন, যেখানে গ্যাস লিক হয়েছে এটি একটি জনবহুল এলাকা। সে কারণে সাধারণ মানুষকে সেখান থেকে সরিয়ে নেওয়ার বিষয়টিকেই এখন সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

লুধিয়ানার ডেপুটি কমিশনার সুরভী মালিকের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সম্ভবত ম্যানহোলের মিথেনের সাথে কোন রাসায়নিক বিক্রিয়ায় এ বিষক্রিয়া ঘটে থাকতে পারে।

এদিকে এ ঘটনায় শোক জানিয়ে টুইট করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সবাইকে সব ধরণের সহযোগিতা করা হচ্ছে বলেও জানান তিনি।

বিজনেস আওয়ার/৩০ এপ্রিল, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পাঞ্জাবে কারখানায় গ্যাস লিক, ১১ জনের মৃত্যু

পোস্ট হয়েছে : ০২:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানার গিয়াসপুরা এলাকায় একটি কারখানায় গ্যাস লিক হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই গ্যাস লিকের কারণে জ্ঞান হারান। পরবর্তীতে তাদের মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৪ জন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর পরই সেখানে ছুটে গেছেন উদ্ধারকারী দলের সদস্যরা।

এছাড়া বেশ কয়েকজন চিকিৎসক, অ্যাম্বুলেন্স এবং দমকল বাহিনীর সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। একই সঙ্গে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) ৫০ জন সদস্যকেও মোতায়েন করা হয়েছে। ওই ঘটনাস্থল ঘেরাও করে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্যাস লিকের ঘটনায় পাঁচ নারী এবং ছয় পুরুষ প্রাণ হারিয়েছেন। নিহত ১১ জনের মধ্যে ১০ এবং ১৩ বছর বয়সী দুই শিশুও রয়েছে।

লুধিয়ানার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট স্বতি তিওয়ানা বার্তাসংস্থা এনডিটিভি বলেন, অবশ্যই এটি একটি গ্যাস লিকের ঘটনা। এনডিআরএফ আছে এবং সেখানে উদ্ধার অভিযান চালাবে বলে জানান তিনি।

তবে এটি কী ধরনের গ্যাস এবং কীভাবে গ্যাস লিক হলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এনডিআরএফ এ বিষয়টি তদন্ত করবে বলে নিশ্চিত করেন স্বতি তিওয়ানা।

তিনি বলেন, যেখানে গ্যাস লিক হয়েছে এটি একটি জনবহুল এলাকা। সে কারণে সাধারণ মানুষকে সেখান থেকে সরিয়ে নেওয়ার বিষয়টিকেই এখন সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

লুধিয়ানার ডেপুটি কমিশনার সুরভী মালিকের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সম্ভবত ম্যানহোলের মিথেনের সাথে কোন রাসায়নিক বিক্রিয়ায় এ বিষক্রিয়া ঘটে থাকতে পারে।

এদিকে এ ঘটনায় শোক জানিয়ে টুইট করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সবাইকে সব ধরণের সহযোগিতা করা হচ্ছে বলেও জানান তিনি।

বিজনেস আওয়ার/৩০ এপ্রিল, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: