ঢাকা , বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিক্রির চাপে সূচকের পতন

  • পোস্ট হয়েছে : ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
  • 30

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস থেকে এদিন লেনদেন পরিমান কমেছে। লেনদেন কমে সাতশ কোটি টাকার ঘরের নিচে চলে এসেছে। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের তুলনায় পতন বেশি হয়েছে। বেড়েছে বিক্রেতার চাপ। অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস থেকে এদিন লেনদেন পরিমান কমেছে। বেড়েছে বিক্রেতার চাপও।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, রবিবার ডিএসইতে ৬৯৩ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৯৬৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৬২ দশমিক ৬৮ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ৩ দশমিক শূন্য ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬ দশমিক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৫৯ দশমিক ৮৩ পয়েন্টে এবং ২ হাজার ২০২ দশমিক ৪১ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৪টি এবং কমেছে ৯৮টির। শেয়ার পরিবর্তন হয়নি ২০০টির।

অপরদিকে সিএসইতে রবিবার লেনদেন হয়েছে ৬ কোটি ৬১ লাখ টাকা শেয়ার। আগের দিন বৃহস্পতিবার ৭ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩১টি, কমেছে ৫৮টি এবং পরিবর্তন হয়নি ১১৭টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৪ দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৫১ দশমিক ৯১ পয়েন্টে। সিএসসিএক্স ১০ দশমিক শূন্য ৫ পয়েন্ট এবং সিএসআই সূচক দশমিক ৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৫৪ দশমিক ৫৪ পয়েন্টে এবং ১ হাজার ১৬১ দশমিক শূন্য ৪ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ৮২ পয়েন্ট এবং সিএসই-৩০ সূচক ১২ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৬ দশমিক ৭৭ পয়েন্টে এবং ১৩ হাজার ৪৬০ দশমিক ২৯ পয়েন্টে।

বিজনেস আওয়ার/৩০ এপ্রিল, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিক্রির চাপে সূচকের পতন

পোস্ট হয়েছে : ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস থেকে এদিন লেনদেন পরিমান কমেছে। লেনদেন কমে সাতশ কোটি টাকার ঘরের নিচে চলে এসেছে। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের তুলনায় পতন বেশি হয়েছে। বেড়েছে বিক্রেতার চাপ। অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস থেকে এদিন লেনদেন পরিমান কমেছে। বেড়েছে বিক্রেতার চাপও।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, রবিবার ডিএসইতে ৬৯৩ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৯৬৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৬২ দশমিক ৬৮ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ৩ দশমিক শূন্য ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬ দশমিক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৫৯ দশমিক ৮৩ পয়েন্টে এবং ২ হাজার ২০২ দশমিক ৪১ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৪টি এবং কমেছে ৯৮টির। শেয়ার পরিবর্তন হয়নি ২০০টির।

অপরদিকে সিএসইতে রবিবার লেনদেন হয়েছে ৬ কোটি ৬১ লাখ টাকা শেয়ার। আগের দিন বৃহস্পতিবার ৭ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩১টি, কমেছে ৫৮টি এবং পরিবর্তন হয়নি ১১৭টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৪ দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৫১ দশমিক ৯১ পয়েন্টে। সিএসসিএক্স ১০ দশমিক শূন্য ৫ পয়েন্ট এবং সিএসআই সূচক দশমিক ৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৫৪ দশমিক ৫৪ পয়েন্টে এবং ১ হাজার ১৬১ দশমিক শূন্য ৪ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ৮২ পয়েন্ট এবং সিএসই-৩০ সূচক ১২ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৬ দশমিক ৭৭ পয়েন্টে এবং ১৩ হাজার ৪৬০ দশমিক ২৯ পয়েন্টে।

বিজনেস আওয়ার/৩০ এপ্রিল, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: