ঢাকা , সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মেসি এমবাপ্পেদের দুর্ভাগ্য এক রাত

  • পোস্ট হয়েছে : ১০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
  • 60

স্পোর্টস ডেস্ক: এ বছর সব মিলিয়ে ৯টি ম্যাচ হেরেছে মেসি-এমবাপ্পেদের পিএসজি। এর মধ্যে শেষ হার ছিল রোববার (৩০ এপ্রিল) রাতে। নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে লঁরিয়ার বিপক্ষে ৩-১ গোলে হেরেছে তারকাখচিত ক্লাবটি। কিন্তু পরাজয় সত্ত্বেও লিগ আঁ-তে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে এ ফরাসি ক্লাব। ৩৩ ম্যাচে পিএসজির পয়েন্ট ৭৫।

পিএসজি প্রথম অশনি দেখে ম্যাচের ২০ মিনিটের আগে। লঁরিয়ের মিডফিল্ডার এনজোলের ফ্রি কিকে গোল খেয়ে বসে দলটি। এরপর দ্বিতীয় ধাক্কা আসে দলের আশরাফ হাকিমি দ্বিতীয় হলুদ কার্ড দেখায়। ম্যাচ জমতে না জমতেই পিএসজি পরিণত হয় ১০ জনের দলে। ২৯ মিনিটে ম্যাচে ফেরে পিএসজি। গোলকিপারের ভুলে লঁরিয়ার জালে গোল ঢোকান মেগাস্টার কিলিয়ান এমবাপ্পে। কিন্তু ৩৯ মিনিটে ইয়োঙ্গার গোলে আবারো পিছিয়ে পড়ে তারা।

এরপর মাঠজুড়ে বহু কারিকুরি করেছে মেসির দল। উল্টো ম্যাচের ৮৮ মিনিটে গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে পরে পিএসজি। আহমাদউ বাম্বা দিয়েং লরিয়েন্টের নিশ্চিত জয়ের গোলটি করেন।

ম্যাচ শেষে যখন মেসিরা নিজেদের ডাগআউটে যাচ্ছিলেন তখন দুয়ো দিতে থাকে পিএসজির সমর্থকরা। হয়তো এমন হার মানতে পারেনি তারা। কারণ, শিরোপা জয়ের অনেক কাছেই রয়েছে তারা।

বিজনেস আওয়ার/১ মে, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মেসি এমবাপ্পেদের দুর্ভাগ্য এক রাত

পোস্ট হয়েছে : ১০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩

স্পোর্টস ডেস্ক: এ বছর সব মিলিয়ে ৯টি ম্যাচ হেরেছে মেসি-এমবাপ্পেদের পিএসজি। এর মধ্যে শেষ হার ছিল রোববার (৩০ এপ্রিল) রাতে। নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে লঁরিয়ার বিপক্ষে ৩-১ গোলে হেরেছে তারকাখচিত ক্লাবটি। কিন্তু পরাজয় সত্ত্বেও লিগ আঁ-তে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে এ ফরাসি ক্লাব। ৩৩ ম্যাচে পিএসজির পয়েন্ট ৭৫।

পিএসজি প্রথম অশনি দেখে ম্যাচের ২০ মিনিটের আগে। লঁরিয়ের মিডফিল্ডার এনজোলের ফ্রি কিকে গোল খেয়ে বসে দলটি। এরপর দ্বিতীয় ধাক্কা আসে দলের আশরাফ হাকিমি দ্বিতীয় হলুদ কার্ড দেখায়। ম্যাচ জমতে না জমতেই পিএসজি পরিণত হয় ১০ জনের দলে। ২৯ মিনিটে ম্যাচে ফেরে পিএসজি। গোলকিপারের ভুলে লঁরিয়ার জালে গোল ঢোকান মেগাস্টার কিলিয়ান এমবাপ্পে। কিন্তু ৩৯ মিনিটে ইয়োঙ্গার গোলে আবারো পিছিয়ে পড়ে তারা।

এরপর মাঠজুড়ে বহু কারিকুরি করেছে মেসির দল। উল্টো ম্যাচের ৮৮ মিনিটে গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে পরে পিএসজি। আহমাদউ বাম্বা দিয়েং লরিয়েন্টের নিশ্চিত জয়ের গোলটি করেন।

ম্যাচ শেষে যখন মেসিরা নিজেদের ডাগআউটে যাচ্ছিলেন তখন দুয়ো দিতে থাকে পিএসজির সমর্থকরা। হয়তো এমন হার মানতে পারেনি তারা। কারণ, শিরোপা জয়ের অনেক কাছেই রয়েছে তারা।

বিজনেস আওয়ার/১ মে, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: