ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্যাংস্টারকে পিটিয়ে হত্যা

  • পোস্ট হয়েছে : ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
  • 102

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে জেলের ভেতরে কারাবন্দি এক গ্যাংস্টারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ওই গ্যাংস্টারের নাম তিল্লু তাজপুরিয়া। তিনি দিল্লির তিহার জেলে বন্দি ছিলেন।

মঙ্গলবার (২ মে) সকালে প্রতিদ্বন্দ্বী গ্যাং সদস্যদের হামলায় তিনি নিহত হন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে দিল্লির তিহার জেলের ভেতরে প্রতিদ্বন্দ্বী গ্যাং সদস্যদের হামলায় কারাবন্দী গ্যাংস্টার তিল্লু তাজপুরিয়া নিহত হয়েছেন। নিহত এই গ্যাংস্টার সুনীল মান নামেও পরিচিত।

কর্মকর্তারা জানিয়েছেন, উচ্চ-নিরাপত্তা বলয়ের এই কারাগারে গ্যাংস্টার যোগেশ টুন্ডা এবং তার সহযোগীরা লোহার রড দিয়ে তিল্লুকে মারধর করে এবং পরে তিনি মারা যান।

অবশ্য মারধরের শিকার হওয়ার পর তিল্লু তাজপুরিয়াকে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয় বলে পুলিশ জানিয়েছে। হামলায় রোহিত নামে আরেক বন্দি আহত হয়েছেন। তিনি শঙ্কামুক্ত বলে জানা গেছে।

এনডিটিভি বলছে, গ্যাংস্টার যোগেশ টুন্ডা, দীপক তিতার, রিয়াজ খান ও রাজেশ কারাগারের দোতলায় তাদের ওয়ার্ডের লোহার গ্রিল ভেঙে ফেলে। পরে তারা একই রড দিয়ে তিল্লুকে আক্রমণ করে। যদিও অন্য গ্যাং সদস্যদের সাথে কারাগারের নিচতলার ওয়ার্ডে রাখা হয়েছিল তিল্লুকে।

সংবাদমাধ্যমটি বলছে, প্রতিপক্ষ গোগি গ্যাংয়ের ওই চার সদস্য বিছানার চাদর ব্যবহার করে দোতলা থেকে নিচতলায় নেমে আসে। পরে তিল্লু তাজপুরিয়ার ওপর হামলা চালায় তারা। এর আগে ২০২১ সালে রোহিণী আদালতে বন্দুক হামলা চালিয়ে গ্যাংস্টার জিতেন্দর গগিকে হত্যা করা হয়েছিল।

আদালতে হামলা চালিয়ে গ্যাংস্টার জিতেন্দরকে হত্যার সেই ঘটনার প্রধান ষড়যন্ত্রকারী ছিলেন তিল্লু তাজপুরিয়ার। মূলত আইনজীবীদের পোশাক পরে তিল্লু গ্যাংয়ের দুই সদস্য ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর জিতেন্দর গোগিকে রোহিণী আদালতের ভেতরে গুলি করে হত্যা করে। উভয় হামলাকারীই তখন পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়।

মূলত জিতেন্দর গোগিকে হত্যা করতে তিল্লু তাজপুরিয়া ফোনে নির্দেশ দিয়েছিলেন বলেও পুলিশ জানিয়েছে। তিল্লু তাজপুরিয়া হত্যার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে গত এক মাসের মধ্যে তিহার জেলে সহিংসতা এবং দলগত শত্রুতার দ্বিতীয় ঘটনা এটি। এর আগে গত মাসে গ্যাংস্টার লরেন্স বিশনোইয়ের ঘনিষ্ঠ সহযোগী প্রিন্স তেওয়াতিয়া প্রতিদ্বন্দ্বী গ্যাং সদস্যদের হাতে তিহার জেলে নিহত হয়েছিলেন।

বিজনেস আওয়ার/২ মে, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্যাংস্টারকে পিটিয়ে হত্যা

পোস্ট হয়েছে : ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে জেলের ভেতরে কারাবন্দি এক গ্যাংস্টারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ওই গ্যাংস্টারের নাম তিল্লু তাজপুরিয়া। তিনি দিল্লির তিহার জেলে বন্দি ছিলেন।

মঙ্গলবার (২ মে) সকালে প্রতিদ্বন্দ্বী গ্যাং সদস্যদের হামলায় তিনি নিহত হন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে দিল্লির তিহার জেলের ভেতরে প্রতিদ্বন্দ্বী গ্যাং সদস্যদের হামলায় কারাবন্দী গ্যাংস্টার তিল্লু তাজপুরিয়া নিহত হয়েছেন। নিহত এই গ্যাংস্টার সুনীল মান নামেও পরিচিত।

কর্মকর্তারা জানিয়েছেন, উচ্চ-নিরাপত্তা বলয়ের এই কারাগারে গ্যাংস্টার যোগেশ টুন্ডা এবং তার সহযোগীরা লোহার রড দিয়ে তিল্লুকে মারধর করে এবং পরে তিনি মারা যান।

অবশ্য মারধরের শিকার হওয়ার পর তিল্লু তাজপুরিয়াকে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয় বলে পুলিশ জানিয়েছে। হামলায় রোহিত নামে আরেক বন্দি আহত হয়েছেন। তিনি শঙ্কামুক্ত বলে জানা গেছে।

এনডিটিভি বলছে, গ্যাংস্টার যোগেশ টুন্ডা, দীপক তিতার, রিয়াজ খান ও রাজেশ কারাগারের দোতলায় তাদের ওয়ার্ডের লোহার গ্রিল ভেঙে ফেলে। পরে তারা একই রড দিয়ে তিল্লুকে আক্রমণ করে। যদিও অন্য গ্যাং সদস্যদের সাথে কারাগারের নিচতলার ওয়ার্ডে রাখা হয়েছিল তিল্লুকে।

সংবাদমাধ্যমটি বলছে, প্রতিপক্ষ গোগি গ্যাংয়ের ওই চার সদস্য বিছানার চাদর ব্যবহার করে দোতলা থেকে নিচতলায় নেমে আসে। পরে তিল্লু তাজপুরিয়ার ওপর হামলা চালায় তারা। এর আগে ২০২১ সালে রোহিণী আদালতে বন্দুক হামলা চালিয়ে গ্যাংস্টার জিতেন্দর গগিকে হত্যা করা হয়েছিল।

আদালতে হামলা চালিয়ে গ্যাংস্টার জিতেন্দরকে হত্যার সেই ঘটনার প্রধান ষড়যন্ত্রকারী ছিলেন তিল্লু তাজপুরিয়ার। মূলত আইনজীবীদের পোশাক পরে তিল্লু গ্যাংয়ের দুই সদস্য ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর জিতেন্দর গোগিকে রোহিণী আদালতের ভেতরে গুলি করে হত্যা করে। উভয় হামলাকারীই তখন পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়।

মূলত জিতেন্দর গোগিকে হত্যা করতে তিল্লু তাজপুরিয়া ফোনে নির্দেশ দিয়েছিলেন বলেও পুলিশ জানিয়েছে। তিল্লু তাজপুরিয়া হত্যার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে গত এক মাসের মধ্যে তিহার জেলে সহিংসতা এবং দলগত শত্রুতার দ্বিতীয় ঘটনা এটি। এর আগে গত মাসে গ্যাংস্টার লরেন্স বিশনোইয়ের ঘনিষ্ঠ সহযোগী প্রিন্স তেওয়াতিয়া প্রতিদ্বন্দ্বী গ্যাং সদস্যদের হাতে তিহার জেলে নিহত হয়েছিলেন।

বিজনেস আওয়ার/২ মে, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: