ঢাকা , বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ক্রয়ের চাপে উত্থানে শেয়ারবাজার

  • পোস্ট হয়েছে : ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
  • 48

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস থেকে এদিন লেনদেন পরিমান বেড়েছে। লেনদেন বেড়ে সাড়ে আটশ কোটি টাকার ঘরের নিচে চলে এসেছে। কোম্পানিগুলোর শেয়ার দর পতনের তুলনায় উত্থান বেশি হয়েছে। বেড়েছে শেয়ার ক্রয়ের চাপ। অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একটি বাদে বাকী চার ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে ক্রয়ের চাপসহ লেনদেনও।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, মঙ্গলবার ডিএসইতে ৮৫১ কোটি ৬৯ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন রবিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৯৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক শুন্য ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭০ দশমিক ৭৭ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ৭ দশমিক ৯২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৬৭ দশমিক ৭৬ পয়েন্টে এবং ২ হাজার ২০৬ দশমিক ১২ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৮টি এবং কমেছে ৫০টির। শেয়ার পরিবর্তন হয়নি ২০১টির।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার লেনদেন হয়েছে ৭ কোটি ৯৬ লাখ টাকা শেয়ার। আগের দিন রবিবার ৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৯টি, কমেছে ৩৬টি এবং পরিবর্তন হয়নি ৮৯টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২০ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৭২ দশমিক ১৫ পয়েন্টে। সিএসই-৫০ সূচক দশমিক ৫৭ পয়েন্ট, সিএসসিএক্স ১০ দশমিক ৪৬ পয়েন্ট এবং সিএসআই সূচক ৫ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৭ দশমিক ৩৫ পয়েন্টে, ১১ হাজার ৬৫ দশমিক শূন্য ১ পয়েন্টে এবং ১ হাজার ১৬৬ দশমিক ৬৯ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ১০ দশমিক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৫০ দশমিক ১৪ পয়েন্টে।

বিজনেস আওয়ার/২ মে, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ক্রয়ের চাপে উত্থানে শেয়ারবাজার

পোস্ট হয়েছে : ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস থেকে এদিন লেনদেন পরিমান বেড়েছে। লেনদেন বেড়ে সাড়ে আটশ কোটি টাকার ঘরের নিচে চলে এসেছে। কোম্পানিগুলোর শেয়ার দর পতনের তুলনায় উত্থান বেশি হয়েছে। বেড়েছে শেয়ার ক্রয়ের চাপ। অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একটি বাদে বাকী চার ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে ক্রয়ের চাপসহ লেনদেনও।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, মঙ্গলবার ডিএসইতে ৮৫১ কোটি ৬৯ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন রবিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৯৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক শুন্য ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭০ দশমিক ৭৭ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ৭ দশমিক ৯২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৬৭ দশমিক ৭৬ পয়েন্টে এবং ২ হাজার ২০৬ দশমিক ১২ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৮টি এবং কমেছে ৫০টির। শেয়ার পরিবর্তন হয়নি ২০১টির।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার লেনদেন হয়েছে ৭ কোটি ৯৬ লাখ টাকা শেয়ার। আগের দিন রবিবার ৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৯টি, কমেছে ৩৬টি এবং পরিবর্তন হয়নি ৮৯টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২০ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৭২ দশমিক ১৫ পয়েন্টে। সিএসই-৫০ সূচক দশমিক ৫৭ পয়েন্ট, সিএসসিএক্স ১০ দশমিক ৪৬ পয়েন্ট এবং সিএসআই সূচক ৫ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৭ দশমিক ৩৫ পয়েন্টে, ১১ হাজার ৬৫ দশমিক শূন্য ১ পয়েন্টে এবং ১ হাজার ১৬৬ দশমিক ৬৯ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ১০ দশমিক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৫০ দশমিক ১৪ পয়েন্টে।

বিজনেস আওয়ার/২ মে, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: