স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের মাটিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ৪০ বছর বয়সী পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। আর এমন পারফরম্যান্সের উপহার হিসেবে মাসিক এক লাখ রুপি বেতনে বোর্ডের সঙ্গে চুক্তির প্রস্তাব প্রদান করে পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি। তবে পিসিবির এমন প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন হাফিজ।
তবে বোর্ডের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ফলে হাফিজকে সংরক্ষিত চুক্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। এর মাধ্যমে মাসিক বেতনের পরিবর্তে শুধু ম্যাচ ফি এবং দৈনিক ভাতা পাবেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
গেল বছর ফর্মহীনতা এবং বয়সের অজুহাত দেখিয়ে হাফিজকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছিল পিসিবি। এবার ইংল্যান্ডের মাটিতে হাফিজের চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখে টনক নড়েছে বোর্ডের কর্তাদের। তাই তো হাফিজের সঙ্গে পুনরায় চুক্তি করতে চায় তারা। পিসিবি’র এই চুক্তিতে রাজি হলে মাসিক ১ লাখ পাকিস্তানি রুপির বেশি বেতন পেতেন হাফিজ।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই তারকা অলরাউন্ডার। সিরিজে দুটি হাফসেঞ্চুরিসহ ১৭৬ দশমিক ১৩ স্ট্রাইকরেটে ১৫৫ রান করেন তিনি। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর হাফিজের উন্নতি হয়েছে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়েও। ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি।
বিজনেস আওয়ার/১০ সেপ্টেম্বর, ২০২০/এ