ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষক হত্যার প্রধান আসামি দুই দিনের রিমান্ডে

  • পোস্ট হয়েছে : ০৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • 45

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজবাড়ীর পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান হত্যার প্রধান আসামি অসিত কুমার প্রামানিকের (৫২) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (৩ এপ্রিল) রাজবাড়ী আদালতে বিচারক ইকবাল হোসেন দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

আসামি অসিত পাংশা উপজেলার কলিমহর ইউপির বসাকুষ্টিয়া গ্রামের কাঙ্গাল নাথ প্রামানিকের ছেলে।

এর আগে গত মঙ্গলবার বিকেলে নিহত ব্যক্তির স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে অসিত কুমার প্রামাণিকের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে মামলাটি করেন। এর আগেই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অসিত বিশ্বাসকে বাড়ি থেকে আটক করে থানায় নেয়। পরে মামলা হলে তাকে গ্রেফতার দেখানো হয়।

এ বিষয়ে জানতে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাসুদুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি তদন্তের স্বার্থে কোনো তথ্য দিতে রাজি হননি।

উল্লেখ্য, দুর্বৃত্তদের গুলিতে নিহত পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান শিক্ষকতার পাশাপাশি ব্যবসা করতেন। ঘটনার রাতে তিনি উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজারের সারের দোকানের হালখাতার কার্যক্রম শেষ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে দূর্বৃত্তরা তার গতিরোধ করে এবং কানের পাশে গুলি করে পালিয়ে যায়। গুলিতে ঘটনাস্থলেই মিজানুর রহমান মারা যান।

বিজনেস আওয়ার/৪ মে, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শিক্ষক হত্যার প্রধান আসামি দুই দিনের রিমান্ডে

পোস্ট হয়েছে : ০৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজবাড়ীর পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান হত্যার প্রধান আসামি অসিত কুমার প্রামানিকের (৫২) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (৩ এপ্রিল) রাজবাড়ী আদালতে বিচারক ইকবাল হোসেন দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

আসামি অসিত পাংশা উপজেলার কলিমহর ইউপির বসাকুষ্টিয়া গ্রামের কাঙ্গাল নাথ প্রামানিকের ছেলে।

এর আগে গত মঙ্গলবার বিকেলে নিহত ব্যক্তির স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে অসিত কুমার প্রামাণিকের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে মামলাটি করেন। এর আগেই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অসিত বিশ্বাসকে বাড়ি থেকে আটক করে থানায় নেয়। পরে মামলা হলে তাকে গ্রেফতার দেখানো হয়।

এ বিষয়ে জানতে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাসুদুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি তদন্তের স্বার্থে কোনো তথ্য দিতে রাজি হননি।

উল্লেখ্য, দুর্বৃত্তদের গুলিতে নিহত পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান শিক্ষকতার পাশাপাশি ব্যবসা করতেন। ঘটনার রাতে তিনি উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজারের সারের দোকানের হালখাতার কার্যক্রম শেষ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে দূর্বৃত্তরা তার গতিরোধ করে এবং কানের পাশে গুলি করে পালিয়ে যায়। গুলিতে ঘটনাস্থলেই মিজানুর রহমান মারা যান।

বিজনেস আওয়ার/৪ মে, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: