ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজের পাঁচ শিক্ষার্থীর সাফল্য অর্জন

  • পোস্ট হয়েছে : ১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • 81

বিজনেস আওয়ার ডেস্ক: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত প্রথম বৃত্তিমূলক পরীক্ষায় খুলনা আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ সাফল্য অর্জন করেছে। আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ থেকে মোট ৭০ জন পরীক্ষার্থী এ বৃত্তিমূলক এমবিবিএস পরীক্ষা মে-২০২২ এ অংশগ্রহণ করে। কলেজের পাঁচ শিক্ষার্থী এনাটমি বিষয়ে বিরল অনার্স নম্বর (৮৫ শতাংশ) অর্জন করে।

এনাটমি বিষয়ে অনার্স নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ফাওজিয়া ফারিহা, বুসরা আমিন ঐশ্বী, পাপিয়া আক্তার, সৌরভ সরকার ও ফেরদৌস অহিদ শাওন।

নিয়মিত হিসেবে ষষ্ঠ ব্যাচের ৫২ জন, অনিয়মিত হিসেবে চতুর্থ ও পঞ্চম ব্যাচের মোট ১৮ পরীক্ষার্থী অংশ নেয়। নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে ৪২ জন সকল বিষয়ে পাস করেছে। পাসের হার শতকরা ৮২.৭।

উল্লেখ্য, এ বছর সরকারি-বেসরকারি ২৪টি মেডিকেল কলেজের মধ্যে মোট ৮ জন বিভিন্ন বিষয়ে (৬ জন এনাটমি ও ২ জন বায়োকেমিস্ট্রি) অনার্স নম্বর অর্জন করে।

এছাড়া বৃত্তিমূলক এমবিবিএস পরীক্ষায় আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ থেকে মোট ৪৩ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এতে নিয়মিত হিসেবে চতুর্থ ব্যাচের ৩৯ জন এবং অনিয়মিত হিসেবে তৃতীয় ব্যাচের ৪ জন অংশ নেয়। নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে ৩৫ জন সকল বিষয়ে পাস করেন এবং একজন ফার্মাকোলজি বিষয়ে বিরল অনার্স নম্বর (৮৫ শতাংশ) অর্জন করে। পাসের হার শতকরা ৮৯.৭।

সরকারি-বেসরকারি ২৪টি মেডিকেল কলেজের মধ্যে ফার্মাকোলজি বিষয়ে একমাত্র অনার্স নম্বর প্রাপ্ত শিক্ষার্থী আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজের তানিয়া আক্তার সাথী। উল্লেখ্য সে বৃত্তিমূলক এমবিবিএস পরীক্ষায় এনাটমি বিষয়ে অনার্স নম্বর অর্জন করেছিল।

এ বিষয়ে আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আশফাকুর রহমান জানান, আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজে প্রতি বিভাগে রয়েছে পর্যাপ্ত ও দক্ষ শিক্ষক, যাদের নিবিড় তত্ত্বাবধানে শিক্ষার্থীরা পড়াশুনার সুযোগ লাভ করেন। রয়েছে উন্নতমানের আধুনিক শিক্ষা উপকরণ, শীতাতপ নিয়ন্ত্রিত লাইব্রেরি ও নিজস্ব ব্যবস্থাপনায় অত্যাধুনিক ক্যান্টিন।

উপাধ্যক্ষ ডা. মো. এহসানুল ইসলাম মনে করেন, নিয়মানুবর্তিতা ও আধুনিক সময়োপযোগী শিক্ষা ব্যবস্থার কারণেই এই কলেজ বার বার সাফল্যের শিখরে আরোহন করছে।

বিজনেস আওয়ার/৪ মে, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজের পাঁচ শিক্ষার্থীর সাফল্য অর্জন

পোস্ট হয়েছে : ১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩

বিজনেস আওয়ার ডেস্ক: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত প্রথম বৃত্তিমূলক পরীক্ষায় খুলনা আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ সাফল্য অর্জন করেছে। আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ থেকে মোট ৭০ জন পরীক্ষার্থী এ বৃত্তিমূলক এমবিবিএস পরীক্ষা মে-২০২২ এ অংশগ্রহণ করে। কলেজের পাঁচ শিক্ষার্থী এনাটমি বিষয়ে বিরল অনার্স নম্বর (৮৫ শতাংশ) অর্জন করে।

এনাটমি বিষয়ে অনার্স নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ফাওজিয়া ফারিহা, বুসরা আমিন ঐশ্বী, পাপিয়া আক্তার, সৌরভ সরকার ও ফেরদৌস অহিদ শাওন।

নিয়মিত হিসেবে ষষ্ঠ ব্যাচের ৫২ জন, অনিয়মিত হিসেবে চতুর্থ ও পঞ্চম ব্যাচের মোট ১৮ পরীক্ষার্থী অংশ নেয়। নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে ৪২ জন সকল বিষয়ে পাস করেছে। পাসের হার শতকরা ৮২.৭।

উল্লেখ্য, এ বছর সরকারি-বেসরকারি ২৪টি মেডিকেল কলেজের মধ্যে মোট ৮ জন বিভিন্ন বিষয়ে (৬ জন এনাটমি ও ২ জন বায়োকেমিস্ট্রি) অনার্স নম্বর অর্জন করে।

এছাড়া বৃত্তিমূলক এমবিবিএস পরীক্ষায় আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ থেকে মোট ৪৩ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এতে নিয়মিত হিসেবে চতুর্থ ব্যাচের ৩৯ জন এবং অনিয়মিত হিসেবে তৃতীয় ব্যাচের ৪ জন অংশ নেয়। নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে ৩৫ জন সকল বিষয়ে পাস করেন এবং একজন ফার্মাকোলজি বিষয়ে বিরল অনার্স নম্বর (৮৫ শতাংশ) অর্জন করে। পাসের হার শতকরা ৮৯.৭।

সরকারি-বেসরকারি ২৪টি মেডিকেল কলেজের মধ্যে ফার্মাকোলজি বিষয়ে একমাত্র অনার্স নম্বর প্রাপ্ত শিক্ষার্থী আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজের তানিয়া আক্তার সাথী। উল্লেখ্য সে বৃত্তিমূলক এমবিবিএস পরীক্ষায় এনাটমি বিষয়ে অনার্স নম্বর অর্জন করেছিল।

এ বিষয়ে আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আশফাকুর রহমান জানান, আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজে প্রতি বিভাগে রয়েছে পর্যাপ্ত ও দক্ষ শিক্ষক, যাদের নিবিড় তত্ত্বাবধানে শিক্ষার্থীরা পড়াশুনার সুযোগ লাভ করেন। রয়েছে উন্নতমানের আধুনিক শিক্ষা উপকরণ, শীতাতপ নিয়ন্ত্রিত লাইব্রেরি ও নিজস্ব ব্যবস্থাপনায় অত্যাধুনিক ক্যান্টিন।

উপাধ্যক্ষ ডা. মো. এহসানুল ইসলাম মনে করেন, নিয়মানুবর্তিতা ও আধুনিক সময়োপযোগী শিক্ষা ব্যবস্থার কারণেই এই কলেজ বার বার সাফল্যের শিখরে আরোহন করছে।

বিজনেস আওয়ার/৪ মে, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: