মোহাম্মদ আনিসুজ্জামান : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে (রবিবার থেকে বৃহস্পতিবার) লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় বেড়েছে ২২ দশমিক ৮৫ শতাংশ। এই স্টকে মূলধন পরিমাণ বেড়েছে ৭৬৭ কোটি টাকা। বেড়েছে সব ধরনের সূচকও। তবে কোম্পানিরগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন বেশি হয়েছে।
সিএসইর সূত্র মতে, বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৫১ হাজার ৩১৯ কোটি ৫৬ লাখ টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৫০ হাজার ৫৫১ কোটি ৯১ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৭৬৭ কোটি ৬৫ লাখ টাকা।
গত সপ্তাহে লেনদেন হয়েছে ২৬ কোটি ৫৬ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩২ কোটি ৬৩ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৬ কোটি ৭ লাখ টাকা বা ২২ দশমিক ৮৩ শতাংশ। তালিকাভুক্ত ২৬৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৫২টির, দর কমেছে ৫৫টির ও অপরিবর্তিত রয়েছে ১৫৮টি কোম্পানির। যা কোম্পানিগুলো শেয়ার দর উত্থানের তুলনায় পতন বেশি হয়েছে।
সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে প্রধান সূচক সিএএসপিআই দশমিক শূন্য ৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৪৮১ দশমিক ৫২ পয়েন্টে। এছাড়া সিএসই৫০ সূচক দশমিক ১৬ শতাংশ, সিএসই৩০ সূচক দশমিক ১৯ শতাংশ, সিএসইসিএক্স সূচক দশমিক শূন্য ৪ শতাংশ, সিএসআই সূচক দশমিক ৪২ শতাংশ এবং সিএসই এসএমইএক্স সূচক দশমিক শূন্য ২ শতাংশ বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ৩১৮ দশমিক শূন্য ৭ পয়েন্টে, ১৩ হাজার ৪৭৩ দশমিক ৭৫ পয়েন্টে, ১১ হাজার ৬৯ দশমিক ৮১ পয়েন্টে, ১ হাজার ১৬৬ দশমিক ৮৯ পয়েন্টে এবং ১ হাজার ৭১০ দশমিক ১৭ পয়েন্টে।
গেল সপ্তাহে এ ক্যাটাগরির ৯০ শতাংশ কোম্পানির শেয়ার টপটেন লেনদেনে অবস্থান করেছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লার্ফাজহোল্ডসিমের শেয়ার। একাই ২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া এডিএন টেলিকমের ২ কোটি ১৩ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের (এন ক্যাটাগরি) ১ কোটি ৯৪ লাখ টাকা, সোনালী পেপারের ১ কোটি ২৮ লাখ টাকা, ইউনিক হোটেলের ১ কোটি ১ লাখ টাকা, জেনেক্স ইনফোসিসের ৭৯ লাখ টাকা, হাইডেলবার্গ সিমেন্টের ৭২ লাখ টাকা, নাভানা ফার্মার ৬৯ লাখ টাকা, বসুন্ধরা পেপারের ৬২ লাখ টাকা এবং সিনোবাংলার ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/৫ মে, ২০২৩/এমএজেড