বিজনেস আওয়ার প্রতিবেদন: ঢাকার তাপমাত্রা কমাতে উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) নিয়োগ পাওয়া ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ডাক্তারের পরামর্শ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।
তিনি জানান, শুক্রবার বুশরার কোভিড পরীক্ষা করালে পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। তার কাশি ও হালকা দুর্বলতা রয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে।
ঢাকা শহরের তাপমাত্রা কমাতে ডিএনসিসি এবং যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট- রকফেলার ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তির ভিত্তিতে সম্প্রতি নিয়োগ পেয়েছেন মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন।
বিজনেস আওয়ার/৬ মে, ২০২৩/এএইচএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: