ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় লাশ হলেন যুবক

  • পোস্ট হয়েছে : ১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
  • 39

বিজনেস আওয়ার প্রতিবেদক: বাগেরহাটের চিতলমারী উপজেলায় কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটের ছুরিকাঘাতে আব্দুল জব্বার শেখ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় রাজীব শেখ (২৬) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গোড়ানালুয়া গ্রামের বাংলাদেশ সেবাশ্রমের পাশে এ হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে উত্তেজিত জনতা বখাটে দেলওয়ার মুন্সি ও তার বাবার চারটি ঘরে অগ্নিসংযোগ করেছ। আগুনে তাদের ঘরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

নিহত আব্দুল জব্বার শেখ চিতলমারী উপজেলার গ্রামের আব্দুল হক শেখের ছেলে। আহত রাজিব শেখ চিতলমারী উপজেলার গোরা নলুয়া গ্রামের মো. তৈয়ব শেখের ছেলে। তাকে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, দু-তিন দিন আগে বখাটে দেলোয়ার মুন্সি আব্দুল জব্বার শেখের প্রতিবেশী এক কিশোরীর শ্লীলতাহানি ঘটায়। এ বিষয়ের প্রতিবাদ করলে আব্দুল জব্বার শেখ এবং রাজীব শেখের সঙ্গে দেলোয়ার মুন্সি, তার ভাই জিনু মুন্সি ও বাবা ডাবলু মুন্সির তর্কবিতর্ক হয়। একপর্যায়ে দেলোয়ার মুন্সি ধারালো ছুরি দিয়ে রাজিব ও জব্বারকে কুপিয়ে জখম করে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল জব্বার শেখকে মৃত ঘোষণা করেন। মো. রাজিব শেখের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। উত্তেজিত জনতা বখাটে দেলোয়ার মুন্সি ও তার বাবার চারটি বসতঘরে অগ্নিসংযোগ করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজনেস আওয়ার/৬ মে, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় লাশ হলেন যুবক

পোস্ট হয়েছে : ১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: বাগেরহাটের চিতলমারী উপজেলায় কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটের ছুরিকাঘাতে আব্দুল জব্বার শেখ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় রাজীব শেখ (২৬) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গোড়ানালুয়া গ্রামের বাংলাদেশ সেবাশ্রমের পাশে এ হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে উত্তেজিত জনতা বখাটে দেলওয়ার মুন্সি ও তার বাবার চারটি ঘরে অগ্নিসংযোগ করেছ। আগুনে তাদের ঘরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

নিহত আব্দুল জব্বার শেখ চিতলমারী উপজেলার গ্রামের আব্দুল হক শেখের ছেলে। আহত রাজিব শেখ চিতলমারী উপজেলার গোরা নলুয়া গ্রামের মো. তৈয়ব শেখের ছেলে। তাকে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, দু-তিন দিন আগে বখাটে দেলোয়ার মুন্সি আব্দুল জব্বার শেখের প্রতিবেশী এক কিশোরীর শ্লীলতাহানি ঘটায়। এ বিষয়ের প্রতিবাদ করলে আব্দুল জব্বার শেখ এবং রাজীব শেখের সঙ্গে দেলোয়ার মুন্সি, তার ভাই জিনু মুন্সি ও বাবা ডাবলু মুন্সির তর্কবিতর্ক হয়। একপর্যায়ে দেলোয়ার মুন্সি ধারালো ছুরি দিয়ে রাজিব ও জব্বারকে কুপিয়ে জখম করে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল জব্বার শেখকে মৃত ঘোষণা করেন। মো. রাজিব শেখের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। উত্তেজিত জনতা বখাটে দেলোয়ার মুন্সি ও তার বাবার চারটি বসতঘরে অগ্নিসংযোগ করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজনেস আওয়ার/৬ মে, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: