ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঘোড়ায় চড়তে গিয়ে প্রাণ হারালেন মিস ইউনিভার্স প্রতিযোগী

  • পোস্ট হয়েছে : ১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
  • 52

আন্তর্জাতিক ডেস্ক: প্রিয় শখই কেড়ে নিল প্রাণ। ঘোড়ায় চড়তে গিয়ে মাত্র ২৩ বছর বয়সেই মৃত্যু হলো ২০২২ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেয়া অস্ট্রেলিয়ার মডেল সিয়েনা ওয়ারের। খবর ডেইল মেইলের।

প্রতিবেদনে বলা হয়েছে, সিয়েনা ওয়ার মিস ইউনিভার্স প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি লাভ করেন। অস্ট্রেলিয়ার এই মডেলকন্যা নিজের ক্যারিয়ারের জন্য তিনি ইংল্যান্ডে চলে যেতে চান। সেখানেই মডেল এবং অভিনেত্রী হিসেবে কাজ শুরু করতে চান তিনি। তার পরিবারের অনেকেই সেখানে থাকেন। সিয়েনা শহরের মেয়ে হলেও গ্রামের জীবন তার খুব পছন্দের ছিল। আর ভালোবাসতেন ঘোড়ায় চড়তে।

কয়েক সপ্তাহ আগে সিডনির উইন্ডসর পোলো গ্রাউন্ডসে সেই শখের সূত্রেই ঘোড়ায় চড়েছিলেন তিনি। তখন ঘটে অঘটন। ঘোড়া থেকে উল্টে পড়ে যান তিনি। চাপা পড়েন সিয়েনা। চোট পান।

হাসপাতালে ভর্তির পর একপর্যায়ে কোমায় চলে যান তিনি। এর পরে লাইফসাপোর্টে রাখা হয় তাকে। কিন্তু চিকিৎসকরা আশার আলো দেখতে পাননি।

শেষ পর্যন্ত সিডনির ওয়েস্টমিড হাসপাতালের চিকিৎসকরা জানান, ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই সিয়েনার। পরিবারের সদস্যরা তাই লাইফসাপোর্ট খুলে দেয়ার সিদ্ধান্ত নেন।

পরিবারের সূত্রে জানানো হয়েছে, জীবনাবসান হয়েছে অস্ট্রেলিয়ার মডেলের। তার এজেন্টরাও জানিয়েছে একই কথা।

বিজনেস আওয়ার/৬ মে, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ঘোড়ায় চড়তে গিয়ে প্রাণ হারালেন মিস ইউনিভার্স প্রতিযোগী

পোস্ট হয়েছে : ১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: প্রিয় শখই কেড়ে নিল প্রাণ। ঘোড়ায় চড়তে গিয়ে মাত্র ২৩ বছর বয়সেই মৃত্যু হলো ২০২২ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেয়া অস্ট্রেলিয়ার মডেল সিয়েনা ওয়ারের। খবর ডেইল মেইলের।

প্রতিবেদনে বলা হয়েছে, সিয়েনা ওয়ার মিস ইউনিভার্স প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি লাভ করেন। অস্ট্রেলিয়ার এই মডেলকন্যা নিজের ক্যারিয়ারের জন্য তিনি ইংল্যান্ডে চলে যেতে চান। সেখানেই মডেল এবং অভিনেত্রী হিসেবে কাজ শুরু করতে চান তিনি। তার পরিবারের অনেকেই সেখানে থাকেন। সিয়েনা শহরের মেয়ে হলেও গ্রামের জীবন তার খুব পছন্দের ছিল। আর ভালোবাসতেন ঘোড়ায় চড়তে।

কয়েক সপ্তাহ আগে সিডনির উইন্ডসর পোলো গ্রাউন্ডসে সেই শখের সূত্রেই ঘোড়ায় চড়েছিলেন তিনি। তখন ঘটে অঘটন। ঘোড়া থেকে উল্টে পড়ে যান তিনি। চাপা পড়েন সিয়েনা। চোট পান।

হাসপাতালে ভর্তির পর একপর্যায়ে কোমায় চলে যান তিনি। এর পরে লাইফসাপোর্টে রাখা হয় তাকে। কিন্তু চিকিৎসকরা আশার আলো দেখতে পাননি।

শেষ পর্যন্ত সিডনির ওয়েস্টমিড হাসপাতালের চিকিৎসকরা জানান, ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই সিয়েনার। পরিবারের সদস্যরা তাই লাইফসাপোর্ট খুলে দেয়ার সিদ্ধান্ত নেন।

পরিবারের সূত্রে জানানো হয়েছে, জীবনাবসান হয়েছে অস্ট্রেলিয়ার মডেলের। তার এজেন্টরাও জানিয়েছে একই কথা।

বিজনেস আওয়ার/৬ মে, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: