ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এভিয়েশন খাতের উন্নয়নে কাজ করবে যুক্তরাজ্য

  • পোস্ট হয়েছে : ০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
  • 49

বিজনেস আওয়ার প্রতিবেদক: ইউরোপের এয়ারবাস থেকে যাত্রী ও মালামাল পরিবহন বিমান কেনা ও বাংলাদেশের অ্যাভিয়েশন সেক্টরের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার জন্য অ্যাভিয়েশন অংশীদারত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর হয়েছে।

শুক্রবার (৫ মে) যুক্তরাজ্যের লন্ডনে দুই দেশের মধ্যে এই যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও যুক্তরাজ্যের পক্ষে দেশটির বিনিয়োগমন্ত্রী লর্ড ডমিনিক জনসন ঘোষণাপত্রে সই করেন।

এ বিষয়ে যুক্তরাজ্যের বিনিয়োগমন্ত্রী লর্ড ডমিনিক জনসন বলেন, একটি কার্যকর বিমান চলাচল অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের বিমানশিল্পকে শক্তিশালী করা হবে। পাশাপাশি উভয় দেশেই নতুন কর্মসংস্থান তৈরি হবে।

এই উদ্যোগের ফলে এয়ারবাস ও বাংলাদেশ বিমানের মধ্যে দীর্ঘ ও কার্যকর সম্পর্ক স্থাপিত হবে বলে আশা প্রকাশ করেন সালমান এফ রহমান। তিনি বলেন, এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি তথা ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সম্পর্ক আরও শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, এই উদ্যোগের ফলে বাংলাদেশের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির উন্নয়ন হবে। আর বিমান কেনার ক্ষেত্রে যুক্তরাজ্যের এক্সপোর্ট ফাইন্যান্স থেকে সহজ শর্তে দীর্ঘমেয়াদি ঋণ সুবিধাও পেতে পারে বাংলাদেশ। বাংলাদেশের অ্যাভিয়েশন সেক্টরের সম্প্রসারণ ও এর বহুমাত্রিকতা আনতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি যাত্রী পরিবহন ও কার্গো ব্যবসার ক্ষেত্রে বিমানের সক্ষমতাকে অনেক উচ্চস্থানে নিয়ে যাবে।

এ সময় আর উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সংক্রান্ত ট্রেড এনভয় রোশনারা আলী।

বিজনেস আওয়ার/৬ মে, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এভিয়েশন খাতের উন্নয়নে কাজ করবে যুক্তরাজ্য

পোস্ট হয়েছে : ০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: ইউরোপের এয়ারবাস থেকে যাত্রী ও মালামাল পরিবহন বিমান কেনা ও বাংলাদেশের অ্যাভিয়েশন সেক্টরের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার জন্য অ্যাভিয়েশন অংশীদারত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর হয়েছে।

শুক্রবার (৫ মে) যুক্তরাজ্যের লন্ডনে দুই দেশের মধ্যে এই যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও যুক্তরাজ্যের পক্ষে দেশটির বিনিয়োগমন্ত্রী লর্ড ডমিনিক জনসন ঘোষণাপত্রে সই করেন।

এ বিষয়ে যুক্তরাজ্যের বিনিয়োগমন্ত্রী লর্ড ডমিনিক জনসন বলেন, একটি কার্যকর বিমান চলাচল অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের বিমানশিল্পকে শক্তিশালী করা হবে। পাশাপাশি উভয় দেশেই নতুন কর্মসংস্থান তৈরি হবে।

এই উদ্যোগের ফলে এয়ারবাস ও বাংলাদেশ বিমানের মধ্যে দীর্ঘ ও কার্যকর সম্পর্ক স্থাপিত হবে বলে আশা প্রকাশ করেন সালমান এফ রহমান। তিনি বলেন, এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি তথা ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সম্পর্ক আরও শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, এই উদ্যোগের ফলে বাংলাদেশের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির উন্নয়ন হবে। আর বিমান কেনার ক্ষেত্রে যুক্তরাজ্যের এক্সপোর্ট ফাইন্যান্স থেকে সহজ শর্তে দীর্ঘমেয়াদি ঋণ সুবিধাও পেতে পারে বাংলাদেশ। বাংলাদেশের অ্যাভিয়েশন সেক্টরের সম্প্রসারণ ও এর বহুমাত্রিকতা আনতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি যাত্রী পরিবহন ও কার্গো ব্যবসার ক্ষেত্রে বিমানের সক্ষমতাকে অনেক উচ্চস্থানে নিয়ে যাবে।

এ সময় আর উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সংক্রান্ত ট্রেড এনভয় রোশনারা আলী।

বিজনেস আওয়ার/৬ মে, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: