ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে সমাবেশ

  • পোস্ট হয়েছে : ০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
  • 43

বিজনেস আওয়ার প্রতিবেদক : অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবিতে ত্রিশটির বেশি সংগঠন প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর ব্যানারে আয়োজিত প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে এ দাবি জানানো হয়েছে।

উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে সমাবেশের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক জাকির হোসেন। এরপর বক্তব্য এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে চলতে থাকে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের কার্যক্রম। সমাবেশের বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক তানজিম উদ্দিন খান, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার জেড আই খান পান্না, সমাজ অনুশীলন কেন্দ্রের অভিজিৎ রায় রঘু, সংহতি সংস্কৃতি সংসদের ইফতেখার আহমেদ বাবু, ভাসানী পরিষদের ডা. হারুন অর রশিদ, প্রগতি লেখক সংঘের সহ-সভাপতি জাকির হোসেন, আসাদ পরিষদেরর শামসুজ্জামান মিলন।

সমাবেশে সংগঠনগুলোর নেতারা সম্মিলিতভাবে সুনির্দিষ্ট বেশকিছু দাবি রাখেন। দাবিগুলো হলো – অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল নিপীড়নমূলক আইন বাতিল করতে হবে এবং এ আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও সকল বন্দিদের মুক্তি দিতে হবে: অত্যাবশ্যকীয় পরিসেবা খাতের অজুহাতে শ্রমিক ধর্মঘটের অধিকার হরণের পায়তারাসহ জনস্বার্থবিরোধী নিত্য নতুন আইন প্রণয়নের অপতৎপরতা বন্ধ করতে হবে; নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয় ক্ষমতায় আনতে হবে। অতি মুনাফালোভী ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দিতে হবে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে; নিরাপত্তার অজুহাতে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেয়া বন্ধ করে সংস্কৃতি চর্চার মুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।

সমাবেশে প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো হলো- বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র, গণ সংস্কৃতি কেন্দ্র, সংহতি সংস্কৃতি সংসদ, সমাজ অনুশীলন কেন্দ্র, বাংলাদেশ গণশিল্পী সংস্থা, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, সাংস্কৃতিক ইউনিয়ন, রাজু বিতর্ক অঙ্গণ, ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ, প্রগতি লেখক সংঘ, গণ সংস্কৃতি পরিষদ, স্বদেশ চিন্তা সংঘ, বাংলাদেশ থিয়েটার, তীরন্দাজ, রণেশ দাশগুপ্ত চলচ্চিত্র সংসদ, এই বাংলায়, ঢাকা ড্রামা, বিজ্ঞান আন্দোলন মঞ্চ, বিবর্তন নাট্যগোষ্ঠী-সিরাজগঞ্জ, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন, ধাবমান সাহিত্য আন্দোলন, থিয়েটার ‘৫২, সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘ, মওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদ, মাদল, বটতলা এ পারফর্মেন্স স্পেস, সমাজ চিন্তা ফোরাম, চারণ সাংস্কৃতিক কেন্দ্র প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক প্রমুখ।

বিজনেস আওয়ার/৭ মে, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে সমাবেশ

পোস্ট হয়েছে : ০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবিতে ত্রিশটির বেশি সংগঠন প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর ব্যানারে আয়োজিত প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে এ দাবি জানানো হয়েছে।

উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে সমাবেশের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক জাকির হোসেন। এরপর বক্তব্য এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে চলতে থাকে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের কার্যক্রম। সমাবেশের বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক তানজিম উদ্দিন খান, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার জেড আই খান পান্না, সমাজ অনুশীলন কেন্দ্রের অভিজিৎ রায় রঘু, সংহতি সংস্কৃতি সংসদের ইফতেখার আহমেদ বাবু, ভাসানী পরিষদের ডা. হারুন অর রশিদ, প্রগতি লেখক সংঘের সহ-সভাপতি জাকির হোসেন, আসাদ পরিষদেরর শামসুজ্জামান মিলন।

সমাবেশে সংগঠনগুলোর নেতারা সম্মিলিতভাবে সুনির্দিষ্ট বেশকিছু দাবি রাখেন। দাবিগুলো হলো – অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল নিপীড়নমূলক আইন বাতিল করতে হবে এবং এ আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও সকল বন্দিদের মুক্তি দিতে হবে: অত্যাবশ্যকীয় পরিসেবা খাতের অজুহাতে শ্রমিক ধর্মঘটের অধিকার হরণের পায়তারাসহ জনস্বার্থবিরোধী নিত্য নতুন আইন প্রণয়নের অপতৎপরতা বন্ধ করতে হবে; নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয় ক্ষমতায় আনতে হবে। অতি মুনাফালোভী ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দিতে হবে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে; নিরাপত্তার অজুহাতে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেয়া বন্ধ করে সংস্কৃতি চর্চার মুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।

সমাবেশে প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো হলো- বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র, গণ সংস্কৃতি কেন্দ্র, সংহতি সংস্কৃতি সংসদ, সমাজ অনুশীলন কেন্দ্র, বাংলাদেশ গণশিল্পী সংস্থা, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, সাংস্কৃতিক ইউনিয়ন, রাজু বিতর্ক অঙ্গণ, ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ, প্রগতি লেখক সংঘ, গণ সংস্কৃতি পরিষদ, স্বদেশ চিন্তা সংঘ, বাংলাদেশ থিয়েটার, তীরন্দাজ, রণেশ দাশগুপ্ত চলচ্চিত্র সংসদ, এই বাংলায়, ঢাকা ড্রামা, বিজ্ঞান আন্দোলন মঞ্চ, বিবর্তন নাট্যগোষ্ঠী-সিরাজগঞ্জ, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন, ধাবমান সাহিত্য আন্দোলন, থিয়েটার ‘৫২, সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘ, মওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদ, মাদল, বটতলা এ পারফর্মেন্স স্পেস, সমাজ চিন্তা ফোরাম, চারণ সাংস্কৃতিক কেন্দ্র প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক প্রমুখ।

বিজনেস আওয়ার/৭ মে, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: